ইরানের পরমাণু আলোচনায় কোনও সাময়িক চুক্তি হবে না: দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়
2021-12-07 17:27:01

ডিসেম্বর ৭: ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সাইয়্যেদ খতিবজদেহ গতকাল (সোমবার) তেহরানে অনুষ্ঠিত নিয়মিত এক সাংবাদিক সম্মেলনে বলেন, ইরানের পরমাণু আলোচনায় কোনও সাময়িক চুক্তি হবে না এবং ধাপে ধাপে ইরানের সার্বিক পরমাণু চুক্তিতে ফিরে আসার সুযোগ নেই।

 

তিনি বলেন, সংশ্লিষ্ট পক্ষের আলোচনার প্রতিশ্রুতিগুলো ২০১৫ সালের চুক্তির চেয়ে কম হতে পারবে না। ইরানও ২০১৫ সালের মতো কোনও প্রতিশ্রুতি দেবে না। যুক্তরাষ্ট্র চুক্তি ভঙ্গ করায় ইরান পারমাণবিক কর্মসূচি জোরদার করেছে। তাই ইরানের ওপর নিষেধাজ্ঞা বাতিল করার মনোভাব দেখালেই ইরান এ বিষয়ে সিদ্ধান্ত নেবে।

 

৩ ডিসেম্বর ইরানের পরমাণু সমস্যা ও নিষেধাজ্ঞা বাতিল করার বিষয়ে দুটি দলিল উত্থাপন করা হয়েছে এবং সংশ্লিষ্ট দেশ এ দলিল নিয়ে আলোচনা করে ইরানের প্রশ্নের উত্তর দেবে। সংশ্লিষ্ট দেশের উত্তর পরিবর্তী আলোচনার ভিত্তি হতে পারে।

(শিশির/তৌহিদ/রুবি)