যুক্তরাষ্ট্র গণতন্ত্রের খণ্ডন করেছে দেশটির হত্যাকাণ্ডের রক্ত দিয়ে: সিআরআই সম্পাদকীয়
2021-12-07 20:30:28

ডিসেম্বর ৭: সিআরআই সম্পাদকীয় বলেছে, যুক্তরাষ্ট্র গণতন্ত্রের খণ্ডন করেছে দেশটির হত্যাকাণ্ডের রক্ত দিয়ে। মার্কিন কেনটাকি অঙ্গরাজ্যের স্পিকার থমাস ম্যাসি সম্প্রতি টুইটারে বড়দিন উপলক্ষ্যে একটি পারিবারিক ছবি পোস্ট করেছেন। ছবিতে প্রত্যেকের হাতে একটি বন্দুক ধরা এবং তারা সুন্দরভাবে হাসছেন। ছবিতে লেখা আছে, শান্তা ক্লোজ, আমাকে গুলি ও গোলাবারুদ দিয়েছে। ঠিক কিছু দিন আগেই, যুক্তরাষ্ট্রে মিশিগান অঙ্গরাজ্যের একজন ১৫ বছর বয়সী শিক্ষার্থী ৪জন শিক্ষার্থীকে গুলি করে হত্যা করেছে। তার যে বন্দুক ব্যবহার করেছিল, সেটা তার বাবামা’র দেওয়া বড়দিনের উপহার। যুক্তরাষ্ট্র সারা বিশ্বে ‘মানবাধিকার’ সম্প্রসারণ করে থাকে। তবে মার্কিন জনগণের জীবন রক্ষার মৌলিক অধিকারও সংরক্ষণ করা হচ্ছে না। দেশটির একশ্রেণীর রাজনীতিকের ইচ্ছামতো গোলাগুলিতে ব্যাপক মানুষ হতাহত হচ্ছে। যুক্তরাষ্ট্র আসলে গণতন্ত্র ও মানবাধিকার রক্ষা করছে? নাকি ক্ষতি করছে?—এ প্রশ্ন সবার।  চীনের একটি থিংকট্যাংক সম্প্রতি ‘যুক্তরাষ্ট্রের গণতন্ত্র নিয়ে দশটি প্রশ্ন’ শীর্ষক প্রতিবেদন প্রকাশ করেছে। তাতে বলা হয়, বন্দুকের অপব্যবহার প্রত্যেক মার্কিনীর মৌলিক মানবাধিকারকে হুমকির মুখে ফেলেছে। আজ (মঙ্গলবার) চীন আন্তর্জাতিক বেতারের এক সম্পাদকীয়তে এসব কথা বলা হয়েছে।

সম্পাদকীয়তে বলা হয়, বন্দুকের হুমকি প্রত্যেক মার্কিনীকে তাড়া করে। বন্দুকের নিয়ন্ত্রণ দেশটিতে এত কঠিন কেন? একদিকে মার্কিন রাজনীতিক ও আইনি ব্যবস্থায় রয়েছে নানা খুঁত, যা বন্দুক নিয়ন্ত্রণ ব্যাহত হওয়ার প্রত্যক্ষ কারণ। এ ছাড়া আড়ালে আর্থিক রাজনীতি জড়িত রয়েছে। মার্কিন জাতীয় রাইফেল সমিতি বা এনআরএ দেশটির বৃহত্তম বন্দুক ব্যবসায়ী সংস্থা। এ সংস্থা প্রেসিডেন্ট নির্বাচন, সংসদ নির্বাচন, এমন কি সুপ্রিম কোটের বিচারপতি নিয়োগে ব্যাপক প্রভাব ফেলে। এতে বোঝা যায় যে, বন্দুক নিয়ন্ত্রণের বিষয়ে কথিত মার্কিন গণতন্ত্র ব্যর্থ।

(ওয়াং তান হোং/তৌহিদ)