তথাকথিত ‘গণতন্ত্র সম্মেলন’ আন্তর্জাতিক সমাজে বিছিন্নতা সৃষ্টির অপচেষ্টা: বেইজিং
2021-12-07 10:55:33

ডিসেম্বর ৭: যুক্তরাষ্ট্রের তথাকথিত ‘গণতন্ত্র সম্মেলন’ আসলে আন্তর্জাতিক সমাজে চক্র গঠন এবং বিছিন্নতা ও বিরোধকে উস্কে দেওয়ার অপচেষ্টা, যা চরম স্বার্থপরতার সামিল। গতকাল (সোমবার) চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র চাও লি চিয়ান বেইজিংয়ে নিয়মিত এক প্রেস ব্রিফিংয়ে এ অভিযোগ করেন।

মুখপাত্র চাও বলেন, যুক্তরাষ্ট্র বিভিন্ন দেশের গণতান্ত্রিক ব্যবস্থা নিয়ে যা তা বলে; গণতন্ত্রকে নিজের স্বার্থে কাজে লাগায়। ইইউ’র উচিত সত্যিকারের বহুপাক্ষিকতা অনুসরণ ও বিশ্বের জন্য ইতিবাচক শক্তি হিসেবে কাজ করা।

উল্লেখ্য, ইইউ’র অন্যান্য দেশ হাঙ্গেরিকে ‘গণতন্ত্র সম্মেলন’-এ অভিন্ন অবদান রাখার প্রস্তাব দিলে হাঙ্গেরি তা প্রত্যাখ্যান করে। একই সময় হাঙ্গেরির পররাষ্ট্রমন্ত্রী ‘গণতন্ত্র সম্মেলন’-এ মার্কিন অভ্যন্তরীণ রাজনীতির বৈশিষ্ট্য আছে বলে অভিযোগ করেন। (প্রেমা/আলিম/ছাই)