জাপানের একশ্রেণির রাজনীতিবিদ ভুলের জন্য লজ্জিত না-হয়ে বরং গর্বিত হচ্ছেন: চীনা মুখপাত্র
2021-12-07 14:41:02

ডিসেম্বর ৭: জাপানের একশ্রেণির রাজনীতিবিদ নিজেদের ভুলের জন্য লজ্জিত হবার পরিবর্তে বরং গর্ব প্রকাশ করছেন। এতে বোঝা যায় যে, তারা সঠিক ও বেঠিক আচরণ নিয়ে কতোটা বিভ্রান্তির মধ্যে আছেন। চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র চাও লি চিয়ান গতকাল (সোমবার) বেইজিংয়ে এক নিয়মিত সাংবাদিক সম্মেলনে এ কথা বলেন।

চীনা মুখপাত্র বলেন, জাপানে কেউ কেউ দেশের আগ্রাসন ও ঔপনিবেশিক শাসনের ইতিহাস অস্বীকার করতে চান; কেউ কেউ ফুকুশিমার পারমাণবিক বর্জ্যমিশ্রিত দূষিত পানি সমুদ্রে ফেলতে চান; আবার কেউ কেউ তাইওয়ান ইস্যুতে চীনের অভ্যন্তরীণ ব্যাপারে হস্তক্ষেপ করতে চান। কিন্তু এসব চাওয়া প্রতিবেশী দেশ ও আন্তর্জাতিক সমাজের স্বীকৃতি পেতে পারে না।

মুখপাত্র আরও বলেন, তাইওয়ান ইস্যু চীনের কেন্দ্রীয় স্বার্থ এবং চীন-জাপান সম্পর্কের রাজনৈতিক ভিত্তি। জাপানের উচিত নিজের প্রতিশ্রুতি মেনে চলা এবং ‘এক-চীন নীতি’-কে চ্যালেঞ্জ না-করা।

উল্লেখ্য, গত ৩ ডিসেম্বর জাপানের সাবেক প্রধানমন্ত্রী শিনজো আবে ‘তাইওয়ানে সমস্যা হলে জাপানে সমস্যা হবে’ শীর্ষক মন্তব্য করেন। এতে চীন তীব্র প্রতিবাদ জানায়। পরে এ ব্যাপারে আবে বলেন, একজন সংসদসদস্য হিসেবে তার মন্তব্য চীনের দৃষ্টি আকর্ষণ করেছে, যা তার জন্য গর্বের ব্যাপার।  (ইয়াং/আলিম/ছাই)

জাপানের একশ্রেণির রাজনীতিবিদ ভুলের জন্য লজ্জিত না-হয়ে বরং গর্বিত হচ্ছেন: চীনা মুখপাত্র_fororder_1127-3