গত ১১ মাসে চীনে বৈদেশিক বাণিজ্যের পরিমাণ গত বছরের তুলনায় বেড়েছে
2021-12-07 19:06:00

ডিসেম্বর ৭: আজ (মঙ্গলবার) চীনের শুল্ক বিভাগ জানায়, গত ১১ মাসে চীনে বৈদেশিক বাণিজ্যের পরিমাণ ৩৫ ট্রিলিয়ন ইউয়ান ছাড়িয়েছে, যা আগের বছরের তুলনায় ২২ শতাংশ বেশি। এ পরিমাণ গত বছরের চেয়ে বেড়েছে।

 

পরিসংখ্যান অনুযায়ী গত ১১ মাসে চীনে রপ্তানির পরিমাণ ছিল ১৯.৫৮ ট্রিলিয়ন ইউয়ান; যা আগের বছরের একই সময়ের চেয়ে ২১.৮ শতাংশ বেশি। আমদানির হয়েছে ১৫.৮১ ট্রিলিয়ন ইউয়ান, যা আগের বছরের পরিমাণের ২২.২ শতাংশ বেশি।

 

জানা গেছে, গত ১১ মাসে আসিয়ান, ইইউ, যুক্তরাষ্ট্র ও জাপানের সঙ্গে চীনের বাণিজ্য হয় যথাক্রমে ৫.১১, ৪.৮৪, ৪.৪১ ও ২.২ ট্রিলিয়ন ইউয়ান। যা গত বছরের একই সময়ের তুলনায় যথাক্রমে ২০.৬, ২০, ২১.১ ও ১০.৭ শতাংশ বেশি।

(রুবি/তৌহিদ/শিশির)