আফগানিস্তানে নারীদের রক্ষায় করা নতুন আইনকে স্বাগত জানাল চীন
2021-12-07 10:59:36

ডিসেম্বর ৭: আফগানিস্তানে নারীদের রক্ষায় করা নতুন আইনকে স্বাগত জানিয়েছে চীন। চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র চাও লি চিয়ান গতকাল (সোমবার) বেইজিংয়ে এক নিয়মিত প্রেস ব্রিফিংয়ে এ কথা বলেন।

চীনা মুখপাত্র বলেন, নতুন আইনে নারীদের সম্মান ও স্বাধীনতাকে স্বীকৃতি দেওয়া হয়েছে; নারীর ইচ্ছার বিরুদ্ধে তাকে বিয়ে দেওয়া যাবে না বলে উল্লেখ করা হয়েছে; নারী-নির্যাতন বন্ধের কথা বলা হয়েছে; নারীদের সকল বৈধ অধিকার রক্ষার ওপর গুরুত্বারোপ করা হয়েছে।

চীনা মুখপাত্র জোর দিয়ে বলেন, আফগানিস্তানে নারী ও শিশুদের অধিকার রক্ষায় আইনের যথাযথ প্রয়োগ হবে বলে বেইজিং আশা করে। এটা আফগান জনগণের জন্য যেমন কল্যাণকর, তেমনি আন্তর্জাতিক সমাজের প্রত্যাশা।

উল্লেখ্য, সম্প্রতি আফগানিস্তানের অস্থায়ী সরকারের মুখপাত্র নারীসংক্রান্ত নতুন আইন প্রকাশের ঘোষণা দেন। (স্বর্ণা/আলিম/ছাই)

আফগানিস্তানে নারীদের রক্ষায় করা নতুন আইনকে স্বাগত জানাল চীন_fororder_1127-3