আরও উন্মুক্তকরণ বাড়াবে চীন, যাতে বিশ্ব চীনের উন্নয়নের সুযোগ কাজে লাগাতে পারে: প্রধানমন্ত্রী লি খ্য ছিয়াং
2021-12-07 19:05:33

ডিসেম্বর ৭: চীনের প্রধানমন্ত্রী  লি খ্য ছিয়াং গতকাল (সোমবার) সন্ধ্যায় বেইজিংয়ে প্রধান প্রধান আন্তর্জাতিক অর্থনৈতিক সংস্থার দায়িত্বশীল ব্যক্তিদের সঙ্গে ১+৬ ভিডিও বৈঠক করেছেন। এ সময় লি খ্য ছিয়াং বলেন, বিশ্ব অর্থনীতির সঙ্গে গভীরভাবে মিশে গেছে চীনের অর্থনীতি। উন্মুক্তকরণ ও উন্নয়ন নিজস্ব বাছাই। এ অবস্থায় চীনের উন্মুক্তকরণ আরও বাড়ানো হবে যাতে বিশ্ব চীনের উন্নয়নের সুযোগ উপভোগ করতে পারে।

 

লি খ্য ছিয়াং বলেন, চলতি বছর বিশ্ব বাণিজ্য সংস্থায় চীনের যোগদানের ২০ বছর পূর্তি। ২০ বছরে আমরা নীতিমালা কঠোরভাবে মেনেছি। এতে নিজের পাশাপাশি বিশ্বেরও কল্যাণ হয়েছে। চীন আমদানি ও রপ্তানির ভারসাম্যপূর্ণ উন্নয়নে অবিচল রয়েছে। আমদানির পরিমাণও বছর বছর বাড়ছে। চীন টানা ১২ বছর ধরে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম আমদানিকারক দেশে পরিণত হয়েছে।

(রুবি/তৌহিদ/শিশির)