বেলারুশ-ইইউ সীমান্তে পাঁচ সহস্রাধিক ট্রাকের জট
2021-12-07 11:02:41

ডিসেম্বর ৭: ট্রাকজট লেগেছে বেলারুশ-ইইউ সীমান্তে। বেলারুশ থেকে প্রায় ৫০০০ ট্রাক ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)-র বিভিন্ন দেশে ঢোকার জন্য সীমান্তে অপেক্ষা করছে। গতকাল (সোমবার) বেলারুশের রাষ্ট্রীয় সীমান্ত কমিটি এ তথ্য জানায়।

বেলারুশ-ইইউ সীমান্তের চেকিং ব্যবস্থা তুলনামূলকভাবে দুর্বল। এর ওপর পোল্যান্ডের একটি সীমান্তবন্দর বন্ধ করে দেওয়া হয়েছে। ফলে বেলারুশ-ইইউ সীমান্তে অপেক্ষারত ট্রাকের সংখ্যা ২০ শতাংশ বেড়েছে।

বেলারুশ ও ইইউ’র মধ্যে শরণার্থী-বিতর্ক শুরু হওয়ার পর থেকেই সীমান্তে ট্রাক-চলাচল কমেছে। সম্প্রতি মধ্যপ্রাচ্যের শরণার্থীরা বেলারুশ থেকে পোল্যান্ড ও লিথুয়ানিয়াসহ বিভিন্ন ইউরোপীয় দেশে প্রবেশ করার চেষ্টা করে। ফলে পোল্যান্ডসহ বিভিন্ন দেশ সীমান্তে কড়াকড়ি আরোপ করে। (সুবর্ণা/আলিম/মুক্তা)