চীনা ও ইংরেজি সংস্করণে ‘যুক্তরাষ্ট্রের গণতান্ত্রিক অবস্থা’ তুলে ধরেছে চীন
2021-12-06 18:54:17

ডিসেম্বর ৬: গতকাল (রোববার) চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ওয়েবসাইটে চীনা ও ইংরেজি সংস্করণে ‘যুক্তরাষ্ট্রের গণতান্ত্রিক অবস্থা’ শীর্ষক প্রতিবেদন প্রকাশিত হয়েছে। এ প্রসঙ্গে আজ (সোমবার) মন্ত্রণালয়ের মুখপাত্র চাও লি চিয়ান বলেন, গণতন্ত্র গোটা মানবজাতির অভিন্ন সম্পদ এবং বিভিন্ন দেশের জনগণের অধিকার। এটি কোনও দেশের একক অধিকার নয়। গণতন্ত্র বাস্তবায়নের নানা পদ্ধতি আছে। একক মানদণ্ডে বিশ্বের রাজনৈতিক ব্যবস্থা পর্যালোচনা করা যায় না। একক দৃষ্টিতে মানবজাতির রঙিন রাজনৈতিক সভ্যতা যাচাই করাই অগণতান্ত্রিক চিন্তা। যুক্তরাষ্ট্রের গণতান্ত্রিক ব্যবস্থা দেশটির দীর্ঘকালীন চর্চার সাফল্য, যার নিজস্ব বৈশিষ্ট্য রয়েছে। তবে, তা সবার সঙ্গে সঙ্গতিপূর্ণ নয়। দীর্ঘকাল ধরে যুক্তরাষ্ট্র নিজেকে গণতন্ত্রের দৃষ্টান্ত ও লাইটহাউজ হিসেবে মনে করে আসছে। দেশটি সবসময় গণতন্ত্রের অজুহাতে অন্য দেশের অভ্যন্তরীণ ব্যাপারে হস্তক্ষেপ করে এবং যুদ্ধ চালায়। যার ফলে অনেক দেশ ও অঞ্চলে যুদ্ধ ও মানবিক ভোগান্তি চলছে, যা আন্তর্জাতিক সমাজে সমালোচনা করেছে।

 

চাও লি চিয়ান আরও বলেন, চীনা ও ইংরেজি সংস্করণের যুক্তরাষ্ট্রের গণতান্ত্রিক অবস্থা শীর্ষক প্রতিবেদন নানা তথ্য-উপাত্ত ও বিশেষজ্ঞদের দৃষ্টির মাধ্যমে যুক্তরাষ্ট্রের গণতান্ত্রিক বাস্তবতার প্রতিকূল বিষয় তুলে ধরা হয়েছে। এতে মার্কিন গণতান্ত্রিক কূটনীতির সত্যতা প্রতিফলিত হয়েছে। (রুবি/তৌহিদ/শিশির)