বহুপক্ষীয় বাণিজ্যব্যবস্থায় উন্নয়নশীল দেশগুলোর অংশগ্রহণ সমর্থন করে আসছে চীন
2021-12-06 14:09:48

ডিসেম্বর ৬: বিশ্ব বাণিজ্য সংস্থায় যোগ দেওয়ার পর থেকেই, অন্যান্য উন্নয়নশীল দেশের বহুপক্ষীয় বাণিজ্যব্যবস্থায় অংশগ্রহণ সমর্থন করে আসছে চীন। এক্ষেত্রে চীনের গৃহীত ব্যবস্থাদি বাস্তবধর্মী ও কার্যকর।

স্বল্পোন্নত দেশগুলোকে শূন্য শুল্কের সুবিধা দেওয়া প্রথম উন্নয়নশীল দেশ হচ্ছে চীন। চলতি বছরের মে মাস পর্যন্ত চীন ৪২টি স্বল্পোন্নত দেশের ৯৭ শতাংশ পণ্যকে শুল্কমুক্ত সুবিধা দিয়েছে। ফলে চীনে এসব দেশের রফতানি অনেক বেড়েছে।

২০০৮ সাল থেকেই চীন স্বল্পোন্নত দেশগুলোর প্রধান রফতানি গন্তব্য। চীনের আন্তর্জাতিক আমদানি মেলায় স্বল্পোন্নত দেশের জন্য চীন বিনামূল্যে প্রদর্শনীস্থল বরাদ্দ দিয়েছে।

চীন অন্যান্য উন্নয়নশীল দেশ, বিশেষ করে স্বল্পোন্নত দেশের অবকাঠামো উন্নয়ন, বাণিজ্যিক কর্মকর্তাদের প্রশিক্ষণ দেওয়া, উত্পাদনশক্তি বাড়ানো, বাণিজ্য ও বিনিয়োগ বাড়ানোর ক্ষেত্রে সহায়তা দিয়ে আসছে। ২০১১ সাল থেকে চীনের উদ্যোগে ‘স্বল্পোন্নত দেশগুলোর বিশ্ব বাণিজ্য সংস্থায় যোগদান’ শীর্ষক প্রকল্প হাতে নেওয়া হয়। এ পর্যন্ত ৬টি স্বল্পোন্নত দেশ এ প্রকল্পের মাধ্যমে বিশ্ব বাণিজ্য সংস্থায় যোগ দিতে পেরেছে। (ইয়াং/আলিম/ছাই)

বহুপক্ষীয় বাণিজ্যব্যবস্থায় উন্নয়নশীল দেশগুলোর অংশগ্রহণ সমর্থন করে আসছে চীন_fororder_1206-4