১৪০ কোটি চীনা মানুষের উদ্যোগে চীনের একীকরণ প্রক্রিয়া অপ্রতিরোধ্য: চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়
2021-12-06 17:24:08

ডিসেম্বর ৬: আজ (সোমবার) চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র চাও লি চিয়ান নিয়মিত এক সাংবাদিক সম্মেলনে তাইওয়ানের আত্মরক্ষার দক্ষতা নিশ্চিত করা-সংক্রান্ত মার্কিন বক্তব্য প্রসঙ্গে বলেন, তাইওয়ান চীনের অভ্যন্তরীণ ব্যাপার। মার্কিন কর্মকর্তাদের বক্তব্য ‘এক-চীন নীতির’ বিরুদ্ধে প্রকাশ্য চ্যালেঞ্জ, চীন-মার্কিন তিনটি যৌথ ইস্তাহার লঙ্ঘন এবং তাইওয়ানের বিচ্ছিন্নতাবাদীদের ভুল সংকেত দিয়েছে। চীন এতে তীব্র অসন্তুষ্টি প্রকাশ করে ও নিন্দা জানায়। ১৪০ কোটি চীনা মানুষের উদ্যোগে চীনের একীকরণ প্রক্রিয়া অপ্রতিরোধ্য।

চাও লি চিয়ান বলেন, তাইওয়ানের বিচ্ছিন্নতাবাদীরা যুক্তরাষ্ট্রের ওপর নির্ভর করে স্বাধীনতা অর্জনের অপচেষ্টা চালায়, যা তাইওয়ান প্রণালীর সমস্যার মূল কারণ। যুক্তরাষ্ট্রের কিছু ব্যক্তি তাইওয়ান কর্তৃপক্ষকে উস্কানি দেয়— এটিই হলো মূল সমস্যা। এমন উস্কানি খুব বিপদজনক।

চাও লি চিয়ান জোর দিয়ে বলেন, ‘এক-চীন নীতি’ পরিবর্তন হবেনা। তাইওয়ানের বিচ্ছিন্নতাবাদী শক্তি আরও উস্কানি দিলে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে বেইজিং।
(শিশির/তৌহিদ/রুবি)