গণতন্ত্রের অজুহাতে অন্য দেশের অভ্যন্তরীণ ব্যাপারে হস্তক্ষেপ করছে যুক্তরাষ্ট্র: সিনচিয়াং সরকারের তথ্য মুখপাত্র
2021-12-06 17:30:54

 ডিসেম্বর ৬: চীনের সিনচিয়াং স্বায়ত্তশাসিত অঞ্চলের পৌর সরকারের মুখপাত্র স্যু কুই সিয়াং আজ (সোমবার) বেইজিংয়ে ৬২তম সিনচিয়াং-বিষয়ক প্রেস ব্রিফিংয়ে সিনচিয়াংয়ে সর্বাত্মক গণতন্ত্রের উন্নয়ন তুলে ধরেছেন এবং ‘যুক্তরাষ্ট্রের গণতন্ত্র’ খণ্ডন করেছেন। তিনি বলেন, যুক্তরাষ্ট্র গণতন্ত্রের অজুহাতে অন্য দেশের অভ্যন্তরীণ ব্যাপারে হস্তক্ষেপ করেছে।

 

স্যু কুই সিয়াং বলেন, সর্বাত্মক গণতন্ত্র চীনা জনগণের মহান উদ্ভাবন। সিপিসি’র অষ্টাদশ কংগ্রেসের পর থেকে সিপিসি’র কেন্দ্রীয় কমিটির নেতৃত্বে সিনচিয়াং বরাবরই মানুষ কেন্দ্রিক উন্নয়ন করে আসছে এবং সর্বাত্মক গণতন্ত্রের চর্চা করে আসছে। বিভিন্ন জাতির জনগণের নিজের ব্যাপারে সিদ্ধান্ত নেওয়ার অধিকার আছে।

 

স্যু কুই সিয়াং বলেন, অনুশীলন প্রমাণ করেছে যে, সিনচিয়াংয়ের গণতান্ত্রিক অনুশীলন চীনের সমাজতান্ত্রিক গণতন্ত্রের প্রতিফলন, যা সিনচিয়াংয়ের বিভিন্ন জাতির অভিন্ন সংহতি ও চেষ্টায় অভিন্ন সমৃদ্ধি ও উন্নয়নের নিশ্চয়তা দিয়েছে।

স্যু আরও বলেন, দীর্ঘকাল ধরে যুক্তরাষ্ট্র নিজেকে গণতন্ত্রের পরিচায়ক হিসেবে গণ্য করে। তবে, মার্কিন গণতন্ত্র অল্প কিছু মানুষের অধিকার। মার্কিন অন্যায় হস্তক্ষেপের ফলে বিশ্বে দাঙ্গাহাঙ্গামা ও বিশ্ববাসীর ভোগান্তি সৃষ্টি হয়েছে।

(রুবি/তৌহিদ/শিশির)