‘তাইওয়ানের বিচ্ছিন্নতাবাদীদের’ ভুল সংকেত দেওয়া বন্ধ করতে জাপানকে তাগিদ দিয়েছে চীন
2021-12-06 19:25:33

ডিসেম্বর ৬: আজ (সোমবার) বেইজিংয়ে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র চাও লি চিয়ান এক নিয়মিত সাংবাদিক সম্মেলনে জানান, ‘তাইওয়ানের বিচ্ছিন্নতাবাদীদের’ ভুল সংকেত দেওয়া বন্ধ করতে জাপানকে তাগিদ দিয়েছে চীন।

চাও লি চিয়ান জোর দিয়ে বলেন, তাইওয়ান ইস্যুটি চীনের মৌলিক স্বার্থের সঙ্গে জড়িত। যা চীন ও জাপান সম্পর্কের রাজনৈতিক ভিত্তি।

তিনি জানান, জাপানের উচিত নিজের প্রতিশ্রুতি বজায় রাখা, চীনের অভ্যন্তরীণ ব্যাপারে হস্তক্ষেপ বন্ধ করা, ‘এক চীন নীতির’ প্রতি উস্কানি বন্ধ করা এবং ‘তাইওয়ানের বিচ্ছিন্নতাবাদীদের’ ভুল সংকেত না দেওয়া।
(আকাশ/তৌহিদ/রুবি)