চীনের পররাষ্ট্রমন্ত্রী ও ইন্দোনেশিয়ার সমন্বয়মন্ত্রীর বৈঠক
2021-12-06 15:53:26

ডিসেম্বর ৬: গতকাল (রোববার) চীনের রাষ্ট্রীয় কাউন্সিলর ও পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই চ্যচিয়াং প্রদেশের আনচি শহর সফররত ইন্দোনেশিয়ার সমন্বয়মন্ত্রী লুহুত পানজাইতানের সঙ্গে এক বৈঠক করেছেন।

বৈঠকে ওয়াং ই বলেন, প্রেসিডেন্ট সি চিন পিং ও প্রেসিডেন্ট জোকো ওইদোদোর নেতৃত্বে দ্বিপক্ষীয় সম্পর্কের দ্রুত ও সুষ্ঠু উন্নয়ন বজায় রয়েছে। দু’পক্ষ উচ্চ পর্যায়ের সংলাপ ব্যবস্থা এবং রাজনৈতিক, অর্থনৈতিক, সাংস্কৃতিক ও নৌ চালনায় সহযোগিতার মাধ্যমে দু’দেশের কৌশলগত সহযোগিতা এগিয়ে নেবে। আগামী বছরে জি-২০ শীর্ষসম্মেলন আয়োজনে ইন্দোনেশিয়াকে সমর্থন দেবে বেইজিং।

জনাব লুহুত বলেন, চীন ইন্দোনেশিয়াকে টিকা, ওষুধ ও মহামারি প্রতিরোধক সামগ্রী প্রদান করায় তাঁর দেশ কৃতজ্ঞ। চীন ‘এক চীন নীতিতে’ অবিচল থাকবে এবং চীনের সঙ্গে ‘এক অঞ্চল, এক পথ’ উদ্যোগের আওতায় গুরুত্বপূর্ণ প্রকল্প এগিয়ে নিতে ইচ্ছুক।

(শিশির/তৌহিদ/রুবি)