‘যুক্তরাষ্ট্রের গণতন্ত্র নিয়ে ১০টি প্রশ্ন’ শীর্ষক প্রতিবেদন প্রকাশিত
2021-12-06 18:41:39

ডিসেম্বর ৬: আজ (সোমবার) চীনের রেনমিন ইউনিভার্সিটির ছংইয়াং ব্যাংকিং একাডেমির উদ্যোগে ‘যুক্তরাষ্ট্রের গণতন্ত্র নিয়ে ১০টি প্রশ্ন’ শীর্ষক প্রতিবেদন প্রকাশ অনুষ্ঠান ও আলোচনাসভা বেইজিংয়ে অনুষ্ঠিত হয়েছে। চীনে যুক্তরাষ্ট্রসহ ৩০টিরও বেশি দূতাবাসের প্রতিনিধি, ২০টিরও বেশি বিদেশি গণমাধ্যম, ৪০টিরও বেশি দেশীয় গণমাধ্যমের সাংবাদিক এতে যোগ দেন।

 

‘যুক্তরাষ্ট্রের গণতন্ত্র নিয়ে ১০টি প্রশ্ন’ শীর্ষক প্রতিবেদনে রয়েছে ২৩ হাজার শব্দ। যুক্তরাষ্ট্রের সামাজিক ব্যবস্থার অনুশীলন, রাষ্ট্র প্রশাসন ও সামাজিক পরিস্থিতিসহ নানা দিক থেকে মার্কিন গণতন্ত্র নিয়ে ১০টি প্রশ্ন এতে জিজ্ঞাসা করা হয়েছে। যুক্তরাষ্ট্রের গণতন্ত্রের কারণে দেশটিতে বিশৃঙ্খলা ও মানুষের কঠিন জীবন তৈরি করেছে। পাশাপাশি,  ওয়াশিংটন অন্য দেশে হাঙ্গামা সৃষ্টি ও আন্তর্জাতিক শৃঙ্খলা লঙ্ঘন করেছে বলে প্রতিবেদনে তার সমালোচনা করা হয়।

 

প্রতিবেদনে বলা হয়, গণতন্ত্র নানা দেশের জনগণের নিজস্ব অধিকার। এটি অল্প কিছু দেশের একক অধিকার নয়। কোনও একটি দেশ গণতন্ত্রের বিষয় ও পদ্ধতি নির্ধারণ করতে পারে না। যুক্তরাষ্ট্র বিশ্বের সুপারপাওয়ার হিসেবে গণতান্ত্রিক অধিকার অর্জনের জন্য দীর্ঘকাল ধরে সংগ্রাম করে আসছিল। তবে, সাম্প্রতিক বছরগুলোতে যুক্তরাষ্ট্রের গণতন্ত্র অল্প কিছু মানুষের ব্যক্তিগত অর্থ অর্জনের সরঞ্জামে পরিণত হয়েছে। যুক্তরাষ্ট্র গণতন্ত্রের অজুহাতে অন্য দেশের অভ্যন্তরীণ ব্যাপারে হস্তক্ষেপ করে ও আন্তর্জাতিক শৃঙ্খলা লঙ্ঘন করে।

(রুবি/তৌহিদ/শিশির)