‘গণহত্যা’ শব্দটি চীনের চেয়ে যুক্তরাষ্ট্রের জন্য বেশি মানানসই
2021-12-06 18:46:32

ডিসেম্বর ৬: চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র চাও লি চিয়ান আজ (সোমবার) নিয়মিত এক সাংবাদিক সম্মেলনে বলেছেন, ‘গণহত্যা’ শব্দটি চীনের চেয়ে যুক্তরাষ্ট্রের জন্য বেশি মানানসই।

সম্প্রতি মার্কিন রাজনীতিবিদদের চীনের সিনচিয়াং নিয়ে কথিত ‘গণহত্যা’ বক্তব্য প্রসঙ্গে তিনি বলেন, মার্কিন কিছু রাজনীতিবিদ হাস্যকর মিথ্যা তৈরি করেছে। সিনচিয়াংকে বিশৃঙ্খল করে চীনকে দমনের উদ্দেশ্যে মিথ্যা কথা তৈরি ও পক্ষপাতিত্ব করেছে তারা। চীন ও বিশ্বের জনগণের সামনে তাদের কোনও নৈতিকতা ও বিশ্বাসযোগ্যতা আর নেই।

মুখপাত্র বলেন, আদিবাসী রেড ইন্ডিয়ানদের ওপর তাদের মানবতা বিরোধী অপরাধ সীমাহীন। দেশের ‘ফ্লয়েড’ ও সংখ্যালঘুদের প্রতি ঘৃণা উপেক্ষা করে যুক্তরাষ্ট্র বিদেশে যুদ্ধ করে ও আধিপত্য চালায়। উইগুর-সহ চীনের ৫৬টি জাতির মানুষ ঐক্যবদ্ধ রয়েছে। মার্কিন রাজনীতিবিদরা যদি সত্যিই নিজেদের কথা বিশ্বাস করে, তাহলে তাদের উচিত্ আদিবাসী রেড ইন্ডিয়ান, ইরাক ও সিরিয়ার মানুষের পাশে দাঁড়ানো।

(শিশির/তৌহিদ/রুবি)