ভারতে বেসামরিক নাগরিকদের উপর হামলা
2021-12-06 15:54:06

ডিসেম্বর ৬: গতকাল (রোববার) ভারতীয় তথ্যমাধ্যমের খবরে বলা হয়, দেশটির উত্তর-পূর্ব অঞ্চলের নাগাল্যান্ডে বেসামরিক নাগরিকদের ওপর ভুল করে হামলা চালায় নিরাপত্তা কর্মীরা। এতে মোট ১৪জন সাধারণ মানুষ নিহত হয়েছে।

গত শনিবার রাতে কয়েকজন খনি কর্মী গাড়িতে করে বাড়ি ফিরে আসার পথে নিরাপত্তা বাহিনীর গোলাগুলির মুখে পড়ে তারা। এসময় ১২জন নিহত হয়। তারপর স্থানীয় মানুষ ও বাহিনীর মধ্যে তীব্র সংঘর্ষ ছড়িয়ে পড়ে। দু’টি সামরিক গাড়ি আগুন দিয়ে জ্বালিয়ে দেওয়া হয়, একজন সেনাও নিহত হয়। সংঘর্ষের সময় সৈনিকরা আবারও গুলি ছোঁড়ে। নাগাল্যান্ডে স্বরাষ্ট্র বিভাগ রোববার মোট ১৪জন সাধারণ মানুষ নিহত হয়েছে বলে নিশ্চিত করেছে।

জানা গেছে, সশস্ত্র বিদ্রোহীদের সম্পর্কে গোয়েন্দা তথ্য পেয়ে ওঁত পেতে বসে থাকা ভারতীয় সেনারা ভুল করে সাধারণ মানুষের ওপর হামলা চালিয়ে এই হত্যাকাণ্ড ঘটায়।

(শিশির/তৌহিদ/রুবি)