‘আমেরিকান গণতন্ত্র’ গুরুতরভাবে অসুস্থ: সিএমজি প্রধান
2021-12-05 17:21:28

ডিসেম্বর ৫: ‘গণতন্ত্র-মানবজাতির অভিন্ন মূল্যবোধ’ শীর্ষক আন্তর্জাতিক ফোরাম গতকাল (শনিবার) বেইজিংয়ে অনুষ্ঠিত হয়েছে। ফোরামের উদ্বোধনী অনুষ্ঠানে সিএমজির প্রধান সেন হাই সিয়োং বলেছেন- ‘আমেরিকান গণতন্ত্র’ গুরুতরভাবে অসুস্থ হয়েছে।

তিনি বলেন, যুক্তরাষ্ট্র অনেকবার অন্য দেশের উপর ‘আমেরিকান গণতন্ত্র’ চাপিয়ে দেওয়ার চেষ্টা করেছে। এর ফলাফল অনেক খারাপ হয়েছে। ‘বিশ্ব গণতন্ত্রের বাতিঘর’ দাবিদার যুক্তরাষ্ট্রের আলো দ্রুত মলিন হয়ে যাচ্ছে। 

তিনি বলেন, মার্কিন বাহিনী সন্ত্রাসদমনের অজুহাতে আফগানিস্তানে হামলা চালিয়েছে। এতে অনেক নিরীহ আফগান লোক মারা গেছে। এটা কি মার্কিনীদের বিশ্বে প্রমোট করা গণতন্ত্র ? কিন্তু নিজ দেশে তা কেন প্রয়োগ করেন নি? 

ভাষণে তিনি বলেন, শীতকাল আসলে বসন্তকাল বেশি দূরে থাকে না। সিএমজি বিভিন্ন দেশের বন্ধুদের সঙ্গে বিনিময় জরদার করতে চায় এবং মানবজাতির অভিন্ন লক্ষ্যের কমিউনিটি প্রতিষ্ঠার কাজ এগিয়ে নেবে। পাশাপাশি, মানবজাতির সুন্দর ভবিষ্যৎ সৃষ্টি করার জন্য চেষ্টা করবে।
(আকাশ/তৌহিদ/শিশির)