যুক্তরাষ্ট্রে গণতন্ত্রের অবস্থা শীর্ষক প্রতিবেদন প্রকাশ করেছে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়
2021-12-05 15:42:39

ডিসেম্বর ৫: আজ (রোববার) চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় যুক্তরাষ্ট্রে গণতন্ত্রের অবস্থা-বিষয়ক প্রতিবেদন প্রকাশ করেছে। এতে তথ্য-উপাত্ত ও নানা দেশের সংশ্লিষ্ট সংস্থা, ব্যক্তি ও বিশেষজ্ঞদের ধারণা তুলে ধরা হয়েছে। মার্কিন গণতান্ত্রিক ব্যবস্থার অপূর্ণতা, মার্কিন গণতান্ত্রিক অনুশীলনের বিশৃঙ্খল অবস্থা এবং বিদেশে নিজের গণতান্ত্রিক  ব্যবস্থা তৈরি করার ক্ষতি বিশ্লেষণ করা হয়েছে এবং আশা করা যায়- যুক্তরাষ্ট্র নিজের গণতান্ত্রিক ব্যবস্থা ও অনুশীলন সুসম্পন্ন করবে এবং বিদেশে কার্যক্রমের নীতি পরিবর্তন করবে।

প্রতিবেদনে ১৫ হাজার শব্দ রয়েছে। প্রতিবেদনে বলা হয়, গণতন্ত্র হচ্ছে মানবজাতির অভিন্ন মূল্যবোধ এবং তা কোনও একটি দেশের সম্পদ নয়। গণতন্ত্র বাস্তবায়নের নানা পদ্ধতি আছে। অতীতে যুক্তরাষ্ট্রের গণতান্ত্রিক উন্নয়ন হয়েছিল। তবে সময়ের সঙ্গে সঙ্গে মার্কিন গণতন্ত্র পরিবর্তন হয়ে গেছে। দেশটি গণতান্ত্রিক ব্যবস্থার কেন্দ্রীয় বিষয় এবং মূল্য উদ্দেশ্য থেকে বিচ্যুত হয়েছে। বর্তমানে যুক্তরাষ্ট্রের উচিত মানুষের গণতান্ত্রিক অধিকার নিশ্চিত করা, নিজের গণতান্ত্রিক ব্যবস্থা সুসম্পন্ন করা এবং আরও বেশি আন্তর্জাতিক দায়িত্ব পালন করা।

(শিশির/তৌহিদ/আকাশ)