‘গণতন্ত্র মানবজাতির অভিন্ন মূল্যবোধ’ শীর্ষক আন্তর্জাতিক ফোরাম বেইজিংয়ে অনুষ্ঠিত
2021-12-05 17:20:56

ডিসেম্বর ৫: ‘গণতন্ত্র মানবজাতির অভিন্ন মূল্যবোধ’ শীর্ষক আন্তর্জাতিক ফোরাম গতকাল (শনিবার) বেইজিংয়ে অনুষ্ঠিত হয়েছে। সিপিসি’র কেন্দ্রীয় কমিটির রাজনৈতিক ব্যুরোর সদস্য হুয়াং খুন মিং এতে অংশগ্রহণ করেছেন ও ভাষণ দিয়েছেন।

তিনি বলেন, গণতন্ত্র হচ্ছে গোটা মানবজাতির অভিন্ন মূল্যবোধ; যা মানবসভ্যতার উন্নতি ও অগ্রগতির গুরুত্বপূর্ণ প্রতীক। শতাধিক বছরে, সিপিসি’র নেতৃত্বে চীনা জনগণ গণতন্ত্র অনুসন্ধান করে আসছে এবং তা বাস্তবায়নের চেষ্টা করছে। চীনা গণতন্ত্রের মৌলিক বিষয় হচ্ছে জনগণের নেতৃত্বের অবস্থানে বজায় রাখা। চীনের গণতন্ত্র জনস্বার্থ ও অধিকার রক্ষা করে এবং জনগণের উদ্ভাবন প্রমোট করে।

তিনি জোর দিয়ে বলেন, গণতন্ত্র শুধু একটি রূপ নয়, বিভিন্ন দেশের উচিত পরস্পরের কাছে শেখা ও আদানপ্রদান করা। পাশাপাশি বিভিন্ন দেশের মধ্যে একতা, সহযোগিতা ও গণকল্যাণ এগিয়ে নিতে হবে।

ফোরামে ১২০টিরও বেশি দেশ ও অঞ্চলের প্রতিনিধি ও ২০টিরও বেশি আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধি অনলাইন ও অফলাইনে উপস্থিত ছিলেন।

(আকাশ/তৌহিদ/শিশির)