প্রকৃত ও ভালো গণতন্ত্র কী? চীনের গণতন্ত্র সম্পর্কে জানুন: সিআরআই সম্পাদকীয়
2021-12-04 19:53:10

ডিসেম্বর ৪: “চীন সফরের সময় আমি বেশ কয়েকটি গ্রাম দেখেছি, গ্রামবাসীরা নিজের বাসা থেকে চেয়ার নিয়ে বড় গাছের নিচে বসে গ্রামের উন্নয়ন নিয়ে আলোচনা করে। গ্রামবাসীরা সবসময় তর্ক-বিতর্ক দিয়ে শুরু করলেও, আলোচনা শেষ পর্যন্ত মতৈক্যে পৌঁছায়।” এটি হচ্ছে চীনের গণতন্ত্র নিয়ে ব্রিটেনের বাথ শহরের ভাইস-মেয়র ইয়ুকতেশওয়ার কুমার মন্তব্য।

   ইয়ুকতেশওয়ার কুমার চীনের গণতন্ত্রকে মজা করে ‘চেয়ার গণতন্ত্র’ বলেছেন। আজ (শনিবার) চীনের গণতন্ত্র শীর্ষক শ্বেতপত্রে এ তৃণমূল পর্যায়ের গণতান্ত্রিক ব্যবস্থার কথা বলা হয়েছে। শ্বেতপত্রে চীনের গণতন্ত্রের চেতনা, ব্যবস্থা ও সফল অনুশীলন তুলে ধরা হয়েছে। এতে বলা হয়, জনগণের নিজের ব্যাপারে নিজেদের সিদ্ধান্ত নেওয়া চীনা গণতন্ত্রের মূল বিষয়। চীন আন্তর্জাতিক বেতারের এক সম্পাদকীয়তে এসব কথা বলা হয়েছে।

 

সম্পাদকীয়তে বলা হয়, গণতন্ত্রের মূল বিষয় জনগণের প্রশাসন ও জনগণের অধিকার। তবে দীর্ঘকাল ধরে পশ্চিমা দেশগুলো এ বিষয়টি বিকৃত করেছে। তারা ‘একজন এক ভোট, রাজনৈতিক দলের প্রতিদ্বন্দ্বিতাসহ পশ্চিমা নির্বাচন ব্যবস্থাকে গণতন্ত্রের একমাত্র মানদণ্ড হিসেবে প্রচার করেছে। চীনের সর্বাত্মক গণতান্ত্রিক অনুশীলন প্রমাণ করে যে, গণতন্ত্র বাস্তবায়নের বহু ধরণের পদ্ধতি আছে। উপযুক্ত হলেই তার শ্রেষ্ঠত্ব প্রমাণিত হবে। একটি দেশ গণতান্ত্রিক কি না, তা নির্ভর করে জনগণের নিজের ব্যাপারে নিজে সিদ্ধান্ত নেওয়ার অধিকারের ওপর। চীনের নির্বাচনী উদাহরণ দিয়ে বলা যায়, বর্তমানে চীনের জেলা ও থানা পর্যায়ের গণকংগ্রেসের নির্বাচন অনুষ্ঠিত হয়; তাতে ১০০ কোটি ভোটার অংশগ্রহণ করছেন, যা বিশ্বের বৃহত্তম নির্বাচন। তা ছাড়া চতুর্দশ পাঁচসালা পরিকল্পনা তৈরির সময় নেটিজেনদের ১০ লাখ মন্তব্যের মধ্যে ১০০০টিরও বেশি মতামত গ্রহণ করা হয়েছে।

(রুবি/তৌহিদ/শিশির)