চীনের হাইস্পিড ট্রেন স্বপ্ন পূরণ করেছে: সিএমজি সম্পাদকীয়
2021-12-04 16:57:02

ডিসেম্বর ৪: বেইজিং সময় গতকাল (শুক্রবার) বিকেল ৪টা ৪৪ মিনিটে চীন ও লাওসের নেতারা ভিডিও লিঙ্কের মাধ্যমে চীন-লাওস দ্রুতগতির রেলপথ চালু প্রত্যক্ষ করেন। এদিন লাওসের প্রেসিডেন্ট জনাব সিসোলিথের সঙ্গে চীনের প্রেসিডেন্ট সি চিন পিং ভিডিও বৈঠক করেন। প্রেসিডেন্ট সি বলেন, লাওসের সঙ্গে স্থল যোগাযোগ স্থাপনের স্বপ্ন পূরণ হলো। সিএমজি সম্পাদকীয় এসব কথা বলেছে।

চীন-লাওস রেল প্রকল্প হলো ‘এক অঞ্চল, এক পথ’ উদ্যোগের আওতায় লাওসের জনণগের জন্য চীনের একটি উপহার। এর আগে লাওসে মাত্র ৩.৫ কিলোমিটার রেলপথ থাইল্যান্ডের সঙ্গে যুক্ত ছিল। পাঁচ বছর কাজের পর ১০৩৫ কিলোমিটার দীর্ঘ চীন-লাওস রেলপথ চালু হয়েছে। লাওসের রাজধানী থেকে চীন-লাওসের সিমান্ত পর্যন্ত যেতে দুই দিনের দূরত্ব কমে হয়েছে ৩ ঘণ্টা। সকাল বেলা রওনা হলে বিকেল বেলা চীনের খুনমিং শহরে পৌঁছানো যায়।

এ রেলপথ স্থানীয় মানুষের জীবনযাপন ও অর্থনৈতিক উন্নয়নের বেশ সহায়ক হয়েছে। লাওসের প্রেসিডেন্ট ২ ডিসেম্বর জাতীয় দিবসের অভিনন্দন বার্তায় বলেছিলেন, এই রেলপথ লাওসকে উন্নয়নশীল দেশে পরিণত হতে সাহায্য করবে।

মূলত, এই রেলপথ অনেক সুযোগ সৃষ্টি করেছে। মানুষের যাতায়াতের পাশাপাশি পর্যটন, কৃষি, জলবিদ্যুতসহ নানা সম্পদ উন্নয়ন ও শহর নির্মাণ এগিয়ে নিয়ে যাবে এই প্রকল্প।

ট্রান্স-এশিয়ান রেলপথের গুরুত্বপূর্ণ একটি অংশ হিসেবে চীন-লাওস রেলপথ চীন, থাইল্যান্ড ও মালয়েশিয়াসহ আসিয়ান দেশকে সংযুক্ত করবে। এই রেলপথ চালু হওয়ায় লাওসের রাজধানী থেকে চীনের খুনমিং পর্যন্ত লজিস্টিক্সের পরিবহন ব্যয় ৪০-৫০ শতাংশ কমবে। পাশাপাশি এই রেলপথ নির্মাণে অংশগ্রহণ করেছে স্থানীয় ৫০০০ মানুষ। চীন-লাওস রেলপথ উভয় কল্যাণের দৃষ্টান্ত স্থাপন করেছ।

(শিশির/তৌহিদ/রুবি)