চায়না-সেলাক ফোরামের তৃতীয় মন্ত্রীসভায় ভিডিও ভাষণ দিয়েছেন চীনা প্রেসিডেন্ট সি
2021-12-04 19:49:59

ডিসেম্বর ৪: চীনের প্রেসিডেন্ট সি চিন পিং চায়না-সেলাক ফোরামের তৃতীয় মন্ত্রীসভায় ভিডিও ভাষণ দিয়েছেন।

ভাষণে তিনি বলেছেন, চায়না-সেলাক ফোরাম প্রতিষ্ঠার ৭ বছরে দু’পক্ষ সংহতি ও সমন্বয় জোরদারের ভিত্তিতে দক্ষিণ-দক্ষিণ সহযোগিতা জোরদার করে আসছে এবং এ ফোরামকে উভয়ের কল্যাণকর প্ল্যাটফর্মে পরিণত করেছে। চীন ও সেলাক সম্পর্ক সমতাসম্পন্ন, উভয়ের জন্য কল্যাণকর, সৃজনশীল ও উন্মুক্ত যুগে প্রবেশ করেছে।

 

সি চিন পিং বলেন, বর্তমান বিশ্ব নতুন করে দাঙ্গা দেখা দিয়েছে। চীন ও সেলাক উভয়ই কোভিড-১৯ মহামারি থেকে পুনরুদ্ধারের চ্যালেঞ্জের সম্মুখীন হচ্ছে। সেলাকের সঙ্গে বিশ্ব উন্নয়নের অভিন্ন স্বার্থের কমিউনিটি গঠন করতে চায় চীন।

সি চিন পিং আরও বলেন, ইতিহাস থেকে জানা গেছে, শান্তিপূর্ণ উন্নয়ন, ন্যায়সঙ্গত সমতা, সহযোগিতার মাধ্যমে যৌথ অর্জন মানবজাতির উন্নয়নের সঠিক পথ।

(রুবি/তৌহিদ/শিশির)