‘চীনকে বুঝুন’ শীর্ষক আন্তর্জাতিক সম্মেলন শেষ
2021-12-04 19:02:49

ডিসেম্বর ৪: আজ (শনিবার) ষষ্ঠ ‘চীনকে বুঝুন’ শীর্ষক আন্তর্জাতিক সম্মেলন চীনের কুয়াংচৌ শহরে শেষ হয়েছে। বিশ্বের ২০টিরও বেশি দেশ ও অঞ্চলের ৭০জনের বেশি আন্তর্জাতিক রাজনীতিবিদ, কৌশলবিদ, পণ্ডিত ও শিল্পপতি এতে অংশগ্রহণ করেছেন।

২ ডিসেম্বর চীনের প্রেসিডেন্ট সি চিন পিং সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে অভিনন্দবার্তা পাঠান। তিনি বলেন, বিশ্বে এক শতাব্দীর অভূতপূর্ব পরিবর্তন হয়েছে এবং করোনা মহামারিতে ক্ষতিগ্রস্ত হয়েছে। এই মুহূর্তে আমাদের উচিত্ চিন্তাধারা বিনিময় করা, যোগাযোগ ও সহযোগিতা বাড়ানো এবং বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলায় জ্ঞান ও শক্তি প্রদান করা।

চার দিনব্যাপী এ সম্মেলনে ‘অতিথিদের আসা-যাওয়া এবং পরিবর্তিত বিশ্ব ও চীন ও চীনের কমিউনিস্ট পার্টি’- এ বিষয়ে গভীর আলোচনা ও মতবিনিময় হয়েছে। সম্মেলনে ৫টি ফোরাম, ১২টি সমান্তরাল সেমিনার ও দুটি রুদ্ধদ্বার বৈঠক অনুষ্ঠিত হয়।

(শিশির/তৌহিদ/রুবি)