চীনা সমাজতন্ত্রের সঙ্গে ধর্মের সঙ্গতি বেগবান করার নির্দেশনা দিয়েছেন সি চিন পিং
2021-12-04 19:49:32

ডিসেম্বর ৪: চীনের প্রেসিডেন্ট সি চিন পিং নতুন যুগে সার্বিকভাবে সিপিসি’র ধর্মীয় কার্যক্রমের চেতনায় স্বাধীন ধর্মীয় নীতিতে অবিচল থাকার পাশাপাশি চীনের সমাজতন্ত্রের সঙ্গে ধর্মের সঙ্গতি বেগবান করার নির্দেশনা দিয়েছেন।

৩ ও ৪ ডিসেম্বর বেইজিংয়ে চীনের জাতীয় ধর্মীয় কর্মসভা অনুষ্ঠিত হয়েছে। এতে চীনের প্রেসিডেন্ট সি চিন পিং এ নির্দেশনা দেন।

 

জনাব সি বলেন, সিপিসি’র অষ্টাদশ কংগ্রেসের পর সিপিসি ধর্মীয় কার্যক্রমের ওপর খুব গুরুত্বারোপ করেছে। সিপিসি’র ধর্মীয় কার্যক্রমের সৃজনশীল অগ্রগতি হয়েছে। ধর্মীয় কার্যক্রমের ব্যবস্থা আরও সুবিন্যস্ত হয়েছে এবং সংশ্লিষ্ট আইনি ব্যবস্থা ও কাঠামো দিন দিন উন্নত হয়েছে।

 

সি চিন পিং আরও বলেন, সিপিসিকে ধর্ম অবলম্বনের স্বাধীন নীতিতে অবিচল থাকা প্রয়োজন। জনগণের ধর্মবিশ্বাসকে সম্মান করতে হবে। সিপিসি’র ধর্মীয় কার্যক্রমের মুল বিষয় জনগণ। ধর্মাবলম্বী ও অন্যান্য জনগণের রাজনৈতিক ও অর্থনৈতিক বিষয়ে অভিন্ন স্বার্থ রয়েছে, তারা উভয়ই সিপিসি প্রশাসনের ভিত্তি। তাই জনগণের স্বাধীন ধর্মবিশ্বাস রক্ষা করতে হয়। ধর্মীয় সংস্থা সিপিসি ও সরকারের সঙ্গে ধর্মীয় মহলের ব্যক্তিগণের যোগাযোগের সেতু বন্ধন। তাদের কাজে প্রয়োজনীয় সমর্থন ও সহযোগিতা করা উচিত।

 

চীনের প্রধানমন্ত্রী লি খ্য ছিয়াং এ সভায় সভাপতিত্ব করেছেন।

তিনি বলেন, প্রেসিডেন্ট সি’র ভাষণে ধর্মীয় কার্যক্রমের অভিজ্ঞতা ও সাফল্য তুলে ধরা হয়েছে। সবার উচিত তাঁর ভাষণের চেতনায় ধর্মীয় কার্যক্রমের নতুন অধ্যায় সৃষ্টি করা।

(রুবি/তৌহিদ/শিশির)