সবুজ উদ্ভাবন উন্নয়ন: উচ্চ গুণগত মান “এক অঞ্চল, এক পথ” উদ্যোগে সহযোগিতা বিষয়ক আন্তর্জাতিক ফোরাম অনুষ্ঠিত
2021-12-04 19:03:30

সবুজ উদ্ভাবন উন্নয়ন: উচ্চ গুণগত মান  “এক অঞ্চল, এক পথ” উদ্যোগে সহযোগিতা বিষয়ক আন্তর্জাতিক ফোরাম অনুষ্ঠিত_fororder_িিি

ডিসেম্বর ৩: গতকাল (শুক্রবার) চীনে সবুজ উদ্ভাবন উন্নয়ন: উচ্চ গুণগত মানের ‘এক অঞ্চল, এক পথ’ উদ্যোগের আওতায় সহযোগিতা-বিষয়ক আন্তর্জাতিক ফোরাম অনুষ্ঠিত হয়। সাবেক পাক পররাষ্ট্রমন্ত্রী খুরশিদ কাসুরি-সহ একাধিক বিশেষজ্ঞ এতে অংশগ্রহণ করেছেন। ফোরামে দেশি ও বিদেশি বিশেষজ্ঞ ‘প্রযুক্তিগত সহযোগিতা এগিয়ে নিয়ে বিভিন্ন দেশের অভিন্ন উন্নয়ন প্রমোট করাসহ’ নানা বিষয়ে গভীর আলোচনা করেছেন।  

বিশেষজ্ঞরা মনে করেন,চীন সরকার টেকসই উন্নয়নের ধারণা ইতিবাচকভাবে প্রমোট করছে।

তারা জানান, ‘এক অঞ্চল, এক পথ’ উদ্যোগ সংশ্লিষ্ট দেশগুলোর জন্য কল্যাণকর হয়েছে। এ উদ্যোগ বরাবরই সবুজ উদ্ভাবনী উন্নয়নের চেতনা অনুসরণ করছে। এর লক্ষ্য হলো গোটা মানবজাতির অভিন্ন অগ্রগতি ও টেকসই উন্নয়ন।
(আকাশ/এনাম/রুবি)