চীনা প্রধানমন্ত্রী ও আন্তর্জাতিক মুদ্রা তহবিলের মহাপরিচালকের বৈঠক
2021-12-04 16:57:38

ডিসেম্বর ৪: চীনের প্রধানমন্ত্রী লি খ্য ছিয়াং গতকাল (শুক্রবার) বেইজিংয়ে আন্তর্জাতিক মুদ্রা তহবিল আইএমএফ-এর মহাপরিচালক ক্রিস্টালিনা জর্জিয়েভার সঙ্গে এক বৈঠক করেছেন।

বৈঠকে লি খ্য ছিয়াং বলেন, চীন আইএমএফের সঙ্গে সম্পর্ককে গুরুত্ব দেয় এবং দ্বিপক্ষীয় সম্পর্ক গভীর করতে চায়। আশা করা যায়, সংস্থাটি সংস্কার এগিয়ে নেবে এবং মহামারি মোকাবিলা ও অর্থনীতি পুনরুদ্ধারসহ নানা ক্ষেত্রে উন্নয়নশীল দেশগুলোকে সাহায্য করবে।

চীনের অর্থনৈতিক পরিস্থিতি তুলে ধরে লি খ্য ছিয়াং বলেন, চীন অব্যাহতভাবে মহামারি প্রতিরোধ ও নিয়ন্ত্রণ এবং অর্থনীতি ও সামাজিক উন্নয়ন সমন্বয় করবে। চীন স্থিতিশীল সামষ্টিক আর্থিক নীতি বাস্তবায়ন করবে। স্থিতিশীল মুদ্রানীতি চালু করে কোম্পানি— বিশেষ করে মাঝারি, ছোট ও মাইক্রো কোম্পানিগুলোকে আরও সাহায্য দেবে চীন। পাশাপাশি, সরকার ও অর্থনীতির স্থিতিশীল ও সুষ্ঠু উন্নয়ন নিশ্চিত করবে বেইজিং।

(শিশির/তৌহিদ/রুবি)