চীনের সংখ্যালঘু জাতির মানুষদের অধিকার নিশ্চিত হয়েছে: চীনের গণতন্ত্র শ্বেতপত্র
2021-12-04 16:47:18

ডিসেম্বর ৪: আজ (শনিবার) রাষ্ট্রীয় পরিষদের তথ্য কার্যালয় ‘চীনের গণতন্ত্র’ শীর্ষক শ্বেতপত্র প্রকাশ করেছে। এতে বলা হয়, চীনের আঞ্চলিক জাতিগত স্বায়ত্তশাসন ব্যবস্থা ও নীতিমালা দেশের সংখ্যালঘু জাতির মানুষদের বিভিন্ন অধিকার ও স্বার্থ নিশ্চিত করেছে।

চীনে আঞ্চলিক জাতিগত স্বায়ত্তশাসন নীতিমালা কার্যকরের ভিত্তি হচ্ছে দেশের একতা ও ভূখণ্ডের অখণ্ডতা; যা সম্পূর্ণভাবে দেশীয় পরিস্থিতির সঙ্গে সঙ্গতিপূর্ণ। চীনের আঞ্চলিক জাতিগত স্বায়ত্তশাসন হচ্ছে ঐক্যবদ্ধ নেতৃত্বের অধীনে পরিচালিত স্বায়ত্তশাসন। বিভিন্ন আঞ্চলিক জাতিগত স্বায়ত্তশাসিত অঞ্চলগুলো চীনের অবিচ্ছেদ্য অংশ।

বিভিন্ন আঞ্চলিক জাতিগত স্বায়ত্তশাসিত অঞ্চল সরকারের চেয়ারম্যান ও প্রধানগণ সেসব জাতির নাগরিক। বিভিন্ন সংখ্যালঘু জাতির নিজস্ব বৈশিষ্ট্য ও চাহিদা অনুসারে সেসব অঞ্চলের অর্থনীতি ও সাংস্কৃতিক উন্নয়নে সাহায্য করে চীন।
(আকাশ/তৌহিদ/রুবি)