চীনা জনগণের গণতন্ত্র সমাজের দীর্ঘস্থায়ী স্থিতিশীলতায় বিস্ময় সৃষ্টি করেছে: চীনের গণতন্ত্র শ্বেতপত্র
2021-12-04 16:58:20

ডিসেম্বর ৪: ভালো গণতন্ত্র সংঘর্ষ ও বিচ্ছিন্নতার পরিবর্তে সমাজে ঐক্য গড়ে তুলতে পারে। সমাজে ন্যায্যতা ও ন্যায়বিচার রক্ষা করতে পারে। অস্থিতিশীলতা ও অশান্তির পরিবর্তে শৃঙ্খলা ও স্থিতিশীলতা বজায় রাখতে পারে। মিথ্যা, মন্দ ও কদর্যতার পরিবর্তে সুন্দর, দয়া ও সংগ্রামের ইতিবাচক শক্তি দিতে পারে।

চীনের ভৌগোলিক অবস্থা জটিল ও প্রশাসনিক ব্যবস্থা কঠিন। চীনা জনগণের গণতন্ত্র নানা পক্ষের ইচ্ছা ও স্বার্থের সমন্বয় করেছে। তাই মানুষ শান্তি ও তৃপ্তির সঙ্গে বাস করে ও কাজ করে। সমাজ স্থিতিশীল ও প্রাণবন্ত। চীন কয়েক দশকের মধ্যে পাশ্চাত্য দেশের শতাধিক বছরের শিল্পায়ন প্রক্রিয়া আয়ত্ত করেছে এবং তীব্র সামাজিক পরিবর্তনে কোনও অস্থিতিশীলতা দেখা দেয় নি। আর্থ-সামাজিক উন্নতি ও স্থিতিশীলতায় বিস্ময় সৃষ্টি করেছে চীন।

সহস্রাধিক বছরে চীনা মানুষ সর্বোচ্চ ব্যক্তিগত স্বাধীনতা উপভোগ করছে। ব্যক্তিগত ইচ্ছা প্রকাশ করা এবং শহর ও গ্রামে যাতায়াত করতে পারে চীনা মানুষ। প্রতিদিন ১৬ হাজার কোম্পানি নিবন্ধিত হয়েছে। ১০ কোটি ইন্টারনেট ব্যবহারকারী অনলাইন খবরা-খবরে মন্তব্য করে ও যোগাযোগ করে। চীনের সমাজ উন্মুক্ত ও স্বাধীন হবার পাশাপাশি স্থিতিশীল ও ঐক্যবদ্ধ রয়েছে। জনগণের গণতন্ত্র চীনা সমাজ উন্নয়নের চালিকাশক্তি ও লুব্রিক্যান্টে পরিণত হয়েছে।

(শিশির/তৌহিদ/রুবি)