চীন ও লাওসের প্রেসিডেন্টদ্বয়ের ভিডিও বৈঠক অনুষ্ঠিত
2021-12-04 17:16:53

ডিসেম্বর ৪: চীনের প্রেসিডেন্ট সি চিন পিং গতকাল (শুক্রবার) লাওসের প্রেসিডেন্ট জনাব থোংলুন সিসৌলিথের সঙ্গে এক ভিডিও বৈঠক করেছেন। পাশাপাশি দু’নেতা অনলাইনে চীন-লাওস রেলপথের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

 

চলতি বছর চীন-লাওস সম্পর্ক প্রতিষ্ঠার ৬০তম বার্ষিকী এবং চীন-লাওস মৈত্রী বর্ষ। অনুষ্ঠানে দেওয়া ভাষণে জনাব সি চিন পিং বলেন, গত ৬০ বছরে চীন-লাওস সম্পর্ক আন্তর্জাতিক পরিস্থিতির কঠিনতা অতিক্রম করেছে। দু’দেশ যৌথ আদর্শে অবিচল থেকে পারস্পরিক আস্থা ও সহযোগিতা করেছে। ইতিহাসের নতুন ঐতিহাসিক স্থানে দাঁড়িয়ে চীন-লাওসের সঙ্গে কৌশলগত যোগাযোগ জোরদার করা, ‘এক অঞ্চল, এক পথ’ উদ্যোগের গুণগতমানের উন্নয়ন বাস্তবায়ন করা এবং চীন-লাওস অভিন্ন ভাগ্যের কমিউনিটি গঠন করতে চায়।

 

সি চিন পিং বলেন, চীন ও লাওস উভয়ই কমিউনিস্ট পার্টির নেতৃত্ব ও সমাজতান্ত্রিক ব্যবস্থায় অবিচল রয়েছে। এটি দু’দেশের সম্পর্কের মৌলিক বিষয়। কঠিন বৈদেশিক পরিবেশ ও নিজ নিজ দেশে কোভিড-১৯ মোকাবিলার কঠিন চ্যালেঞ্জের সম্মুখীন হয়েছে দু’দেশ। তাই দু’দেশকে সমাজতান্ত্রিক রাজনীতি ও কৌশলগত পর্যায়ে দু’দল ও দু’দেশের সম্পর্কের নতুন অবস্থায় উন্নীত হতে হবে।

 

সি চিন পিং আরও বলেন, চীন লাওসের সঙ্গে প্রকৃত বহুপক্ষবাদ চর্চা করার পাশাপাশি আরও ঘনিষ্ঠ চীন-আসিয়ান অভিন্ন স্বার্থের যৌথ কমিউনিটি গঠন করতে চায় এবং আঞ্চলিক শান্তি, স্থিতিশীলতা ও সমৃদ্ধি রক্ষা করতে চায়।

 

এসময় লাওসের প্রেসিডেন্ট সিপিসি প্রতিষ্ঠার শত বছর ও সিপিসি’র ঊনবিংশ কংগ্রেসের ষষ্ঠ পুর্ণাঙ্গ অধিবেশনের ঐতিহাসিক সাফল্যের জন্য অভিনন্দন জানান। তিনি বলেন, প্রেসিডেন্ট সি চিন পিংয়ের উত্থাপিত ‘এক অঞ্চল, এক পথ’ উদ্যোগের আওতায় চীন-লাওস রেলপথ চালু হলো। লাওস চীনের সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগ জোরদার করতে এবং লাওস-চীন রেলপথের বৃহত্তম অর্থনৈতিক স্বার্থ বাস্তবায়ন করতে চায়।

(রুবি/তৌহিদ/শিশির)