চীন-লাওস রেলপথের উদ্বোধনী অনুষ্ঠানে দু’দেশের প্রেসিডেন্টদ্বয়
2021-12-03 19:29:20

চীন-লাওস রেলপথের উদ্বোধনী অনুষ্ঠানে দু’দেশের প্রেসিডেন্টদ্বয়_fororder_396

চীন-লাওস রেলপথের উদ্বোধনী অনুষ্ঠানে দু’দেশের প্রেসিডেন্টদ্বয়_fororder_411

ডিসেম্বর ৩: চীনা প্রেসিডেন্ট সি চিন পিং ও লাওসের প্রেসিডেন্ট থংলাউন সিসুলিথ আজ (শুক্রবার) অনলাইনে চীন-লাওস রেলপথের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত হন এবং বক্তৃতা করেন। চীনের জাতীয় রাজনৈতিক পরামর্শ সম্মেলনের ভাইস চেয়ারম্যান এবং জাতীয় উন্নয়ন ও সংস্কার কমিশনের পরিচালক হ্যে লি ফেং উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।

চীন-লাওস রেলপথের উদ্বোধনী অনুষ্ঠানে দু’দেশের প্রেসিডেন্টদ্বয়_fororder_400

সি চিন পিং তাঁর বক্তৃতায় বলেন, চীন-লাওস রেলপথ হলো ‘এক অঞ্চল, এক পথ’ উদ্যোগের আওতায় উচ্চ মানের প্রকল্প। সাম্প্রতিক বছরগুলোয় চীন অব্যাহতভাবে ‘এক অঞ্চল, এক পথ’ উদ্যোগে সহযোগিতার মান উন্নত করে এসেছে। চীন লাওসসহ উদ্যোগের সংশ্লিষ্ট দেশগুলোর সঙ্গে আরও ঘনিষ্ঠ অংশীদারিত্বের  সম্পর্ক এবং মানবজাতির অভিন্ন লক্ষ্যের কমিউনিটি গড়ে তুলতে ইচ্ছুক।

চীন-লাওস রেলপথের উদ্বোধনী অনুষ্ঠানে দু’দেশের প্রেসিডেন্টদ্বয়_fororder_406

থংলাউন সিসুলিথ বলেন, আজ লাওসের জন্য একটি গর্বের দিন। চীনের সহায়তায় বলতে গেলে লাওসের প্রথম রেলপথ চালু হলো। রেলপথটি হলো দু’দেশের কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠার ৬০তম বার্ষিকীর উপহার। লাওস চীনের সঙ্গে যৌথভাবে রেলপথটির সুরক্ষা ও ব্যবস্থাপনা করবে।

চীন-লাওস রেলপথের উদ্বোধনী অনুষ্ঠানে দু’দেশের প্রেসিডেন্টদ্বয়_fororder_403

বেইজিং সময় বিকেল ৪টা ৪৪ মিনিটে দু’নেতা রেলপথটি চালু করার নির্দেশ দেন। এর পরপরই চীন-লাওস রেলপথ আনুষ্ঠানিকভাবে চালু হয়। (ছাই/আলিম/ওয়াং হাইমান)