ইউক্রেন সংকট সমাধানে যুক্তরাষ্ট্রের সঙ্গে কাজ করতে ইচ্ছুক রাশিয়া: লাভরভ
2021-12-03 14:58:47

ডিসেম্বর ৩: ইউক্রেনবিষয়ক সংলাপের চ্যানেল পুনরুদ্ধার করে, ইউক্রেন সংকট সমাধানে যুক্তরাষ্ট্রের সঙ্গে কাজ করতে চায় রাশিয়া। গতকাল (বৃহস্পতিবার) রুশ পররাষ্ট্রমন্ত্রী সার্গেই লাভরভ এ কথা বলেন।

এ দিন লাভরভ সুইডেনের রাজধানী স্টকহোমে অনুষ্ঠিত ইউরোপ নিরাপত্তা ও সহযোগিতা সংস্থার সম্মেলন চলাকালে মার্কিন পররাষ্ট্র মন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেনের সঙ্গে বৈঠক করেন। তিনি বলেন, যুক্তরাষ্ট্র রাশিয়ার সঙ্গে সংলাপ পুনরুদ্ধারের ইচ্ছা প্রকাশ করেছে। রাশিয়াও যৌথ চেষ্টার মাধ্যমে ইউক্রেন সংকট সমাধানে আগ্রহী।

তিনি আরও বলেন, যদিও রাশিয়া ও যুক্তরাষ্ট্রের মধ্যে অনেক বিষয়ে মতভেদ আছে, তবুও দু’দেশ বিশ্ব নিরাপত্তা ও স্থিতিশীলতার জন্য গুরুত্বপূর্ণ। দু’দেশকে দায়িত্বশীল দৃষ্টিভঙ্গি দেখাতে হবে।

এসময় ব্লিঙ্কেন বলেন, শুধু কূটনৈতিক উপায়ে রাশিয়া ও ইউক্রেনের মধ্যে সম্ভাব্য সংঘর্ষ এড়ানো যাবে। যুক্তরাষ্ট্র দু’দেশের সম্পর্ক উন্নয়নের জন্য ভুমিকা পালন করতে চায়। (প্রেমা/আলিম/শুয়েই)