আগামী জানুয়ারিতে উত্পাদন বাড়াবে প্রধান তেল উত্পাদনকারী দেশগুলো
2021-12-03 14:54:04

ডিসেম্বর ৩: গতকাল (বৃহস্পতিবার) ওপেক ও অ-ওপেক তেল উত্পাদনকারী দেশগুলোর ২৩তম মন্ত্রী পর্যায়ের সম্মেলন ভিডিও-সংযোগের মাধ্যমে অনুষ্ঠিত হয়। এতে আগামী জানুয়ারিতে তেল উত্পাদন বাড়ানোর ব্যাপারে একমত হয় দেশগুলো।

ওপেকের ওয়েবসাইটে প্রকাশিত বিবৃতি অনুযায়ী, ২০২২ সালের জানুয়ারিতে তেলের উত্পাদন দিনে ৪ লাখ ব্যারেল করে বাড়ানো হবে।

বিবৃতিতে বলা হয়, ওপেক ও অ-ওপেক তেল উত্পাদনকারী দেশগুলো বৈশ্বিক মহামারী ও বাজার-পরিস্থিতির ওপর ঘনিষ্ঠ মনোযোগ দিয়ে প্রয়োজনীয় সমন্বয় করবে। এ ছাড়া, ২৪তম মন্ত্রী পর্যায়ের সম্মেলন আগামী বছরের ৪ জানুয়ারিতে অনুষ্ঠিত হবে। (প্রেমা/আলিম/শুয়েই)