‘সন্ত্রাস দমনে আন্তর্জাতিক সমাজের সাথে সহযোগিতা চালাতে ইচ্ছুক চীন’
2021-12-03 18:46:28

ডিসেম্বর ৩: সন্ত্রাসবাদ আন্তর্জাতিক সমাজের প্রতি অভিন্ন হুমকি। সকল দেশের উচিত আসল বহুপক্ষবাদ অনুসরণ করে, ভৌগোলিক রাজনীতির বিবেচনা ও মূল্যবোধগত পক্ষপাত বাদ দিয়ে, জাতিসংঘ নিরাপত্তা পরিষদের স্বীকৃত সন্ত্রাসী গোষ্ঠীগুলোর ওপর আঘাত হানতে পারস্পরিক সহযোগিতা করা। চীন বিভিন্ন দেশের সাথে সন্ত্রাস দমনে সহযোগিতা চালাতে ইচ্ছুক। গতকাল (বৃহস্পতিবার) জাতিসংঘে আইএসের বিরুদ্ধে প্রমাণ সংগ্রহসংক্রান্ত এক প্রেস ব্রিফিংয়ে চীনের উপ-প্রতিনিধি কেং শুয়াং এ কথা বলেন।

তিনি বলেন, আইএসের অপরাধ প্রমাণে জাতিসংঘের সংশ্লিষ্ট তদন্তদলের কাজের তেমন কোনো অগ্রগতি নেই। এটা দুঃখজনক। তদন্তদল ৩ বছরেও পর্যাপ্ত প্রমাণ সংগ্রহ করতে পারেনি।

তিনি আরও বলেন, তদন্তদল অস্থায়ীভাবে গঠন করা উচিত। দলটি পরবর্তী প্রতিবেদনে আরও বিস্তারিত তথ্য-প্রমাণ উল্লেখ করবে বলে চীন আশা করে। (ইয়াং/আলিম/ছাই)

‘সন্ত্রাস দমনে আন্তর্জাতিক সমাজের সাথে সহযোগিতা চালাতে ইচ্ছুক চীন’_fororder_1203-2