বেইজিংয়ে ব্রিক্সভুক্ত দেশগুলোর সাংস্কৃতিক আদান-প্রদান ফোরামের উদ্বোধন
2021-12-03 14:40:24

ডিসেম্বর ২: আজ (শুক্রবার) বেইজিংয়ে ব্রিক্সভুক্ত দেশগুলোর সাংস্কৃতিক আদান-প্রদান ফোরাম উদ্বোধন করা হয়। ব্রিক্স দেশগুলোর ১৫০ জনেরও বেশি প্রতিনিধি অনলাইন ও অফলাইনে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

চীনা কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটির প্রচার বিভাগের উপ-প্রধান চাং চিয়ান ছুন উদ্বোধনী অনুষ্ঠানে বলেন, এবারের অনুষ্ঠান ব্রিক্সভুক্ত দেশগুলোর নেতৃবৃন্দের ত্রয়োদশ সম্মেলনে চীনা প্রেসিডেন্ট সি চিন পিংয়ের উত্থাপিত প্রস্তাবের ফল। প্রস্তাবে তিনি বিভিন্ন দেশের মধ্যে সাংস্কৃতিক আদান-প্রদান জোরদার করার মাধ্যমে জনগণের জন্য কল্যাণ বয়ে আনার আহ্বান জানিয়েছিলেন।

ফোরামে  অংশগ্রহণকারী দেশগুলোর প্রতিনিধিরা বলেন, চলমান আন্তর্জাতিক পরিস্থিতিতে বিশ্বের সকল দেশের মধ্যে সহযোগিতা প্রয়োজন, প্রতিদ্বন্দ্বিতা নয়। সাংস্কৃতিক বিনিময় বিভিন্ন দেশের মধ্যে সহযোগিতা জোরদার করতে ও মতভেদ দূর করতে বিশেষ ভুমিকা পালন করে থাকে। ব্রিক্সভুক্ত দেশগুলোর মধ্যে সভ্যতাগত পার্থক্য রয়েছে, যা বিশ্বের শান্তি ও স্থিতিশীলতা সংরক্ষণ ও অভিন্ন সমৃদ্ধির জন্য বাধা নয়, বরং সহায়ক। (সুবর্ণা/আলিম/শুয়ে ফেই ফেই)