চীনের আন্তর্জাতিক বেতার অনুষ্ঠান সম্প্রচারের ৮০তম বার্ষিকীতে চীনা প্রেসিডেন্টের শুভেচ্ছা
2021-12-03 19:21:31

ডিসেম্বর ৩: চীনের আন্তর্জাতিক বেতার অনুষ্ঠান সম্প্রচার শুরুর ৮০তম বার্ষিকী উপলক্ষ্যে চীনা প্রেসিডেন্ট সি চিন পিং একটি শুভেচ্ছাবার্তা পাঠিয়েছেন। বার্তায় তিনি চায়না মিডিয়া গ্রুপের সকল কর্মীকে অভিনন্দন এবং চীনের আন্তর্জাতিক বেতার সম্প্রচার সমর্থনকারী আন্তর্জাতিক বন্ধুদের শুভেচ্ছা জানান।

বার্তায় তিনি বলেন, আন্তর্জাতিক বেতার সম্প্রচার চীনকে বিশ্বের সঙ্গে পরিচয় করিয়ে দিয়েছে, চীনের গল্প শুনিয়েছে এবং চীনের কণ্ঠ হিসেবে দায়িত্ব পালন করে আসছে। ভবিষ্যতে নিজের সামর্থ্য উন্নত করে সিএমজি আরও প্রভাবশালী গণমাধ্যম হয়ে উঠবে বলে তিনি আশা প্রকাশ করেন।

শুক্রবার বিকেলে বেইজিংয়ে চীনের আন্তর্জাতিক বেতার অনুষ্ঠান সম্প্রচারের ৮০তম বার্ষিকীবিষয়ক একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় চীনের কেন্দ্রীয় প্রচার মন্ত্রণালয়ের মন্ত্রী হুয়াং খুন মিং বলেন, বেতার বা ইন্টারনেটের মাধ্যমে চীনের পথ, চীনের ধারণা এবং চীনের গল্প বিশ্বের কাছে পৌঁছানো অব্যাহত রাখতে হবে।

উল্লেখ্য, ১৯৪১ সালের ৩ ডিসেম্বর ইয়ানআন শিনহুয়া বেতারে প্রথমে জাপানি ভাষায় অনুষ্ঠান সম্প্রচার শুরু করে। সেটি ছিল চীনের আন্তর্জাতিক বেতার সম্প্রচারের শুরু। বর্তমানে সিএমজি ৪৪টি ভাষায় আন্তর্জাতিক অনুষ্ঠান সম্প্রচার করছে। (ইয়াং/আলিম/ছাই)

চীনের আন্তর্জাতিক বেতার অনুষ্ঠান সম্প্রচারের ৮০তম বার্ষিকীতে চীনা প্রেসিডেন্টের শুভেচ্ছা_fororder_1203-3