চীন ১৮৫ কোটি ডোজ টিকা বিদেশে সরবরাহ করেছে: মুখপাত্র
2021-12-03 18:48:45

ডিসেম্বর ৩: চীন এখন পর্যন্ত সবচেয়ে বেশি টিকা বিদেশে সরবরাহ করেছে। চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র চাও লি চিয়ান আজ (শুক্রবার) বেইজিংয়ে এক নিয়মিত সাংবাদিক সম্মেলনে এ তথ্য জানান।

মুখপাত্র বলেন, চীন ইতোমধ্যে ১২০টিরও বেশি দেশে ১৮৫ কোটি ডোজ টিকা সরবরাহ করেছে। চীন মনে করে, মহামারী মোকাবিলায় বিভিন্ন দেশের অভিন্ন দায়িত্ব রয়েছে। উন্নত ও উন্নয়নশীল দেশগুলোর মধ্যে ‘টিকা ব্যবধান’ বৈশ্বিক মহামারী মোকাবিলায় বাধার সৃষ্টি করছে। টিকা উত্পাদনকারী দেশগুলোর উচিত টিকা সরবরাহের প্রতিশ্রুতি পূরণ করা।

উল্লেখ্য, জাতিসংঘ মহাসচিবের জনৈক মুখপাত্র সম্প্রতি জানান, এ পর্যন্ত কোনো নিম্ন আয়ের দেশ জনগণের ৪০ শতাংশকে টিকা দিতে সক্ষম হয়নি। তাই চলতি বছরের মধ্যে  বিশ্বের ৪০ শতাংশ মানুষকে টিকার আওতায় আনার লক্ষ্য বাস্তবায়িত হবে না। (ইয়াং/আলিম/ছাই)

চীন ১৮৫ কোটি ডোজ টিকা বিদেশে সরবরাহ করেছে: মুখপাত্র_fororder_0909-6