থিয়ানচিনে দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রীয় নিরাপত্তা বিভাগের প্রধানের সঙ্গে ইয়াং চিয়ে ছি’র বৈঠক
2021-12-03 14:41:23

ডিসেম্বর ২: আজ (শুক্রবার) চীনা কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটির পলিট ব্যুরোর সদস্য ও চীনের কেন্দ্রীয় বৈদেশিক কমিটি কার্যালয়ের পরিচালক ইয়াং চিয়ে ছি থিয়ানচিনে দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রীয় নিরাপত্তা বিভাগের প্রধান স্যু সুনের সাথে এক বৈঠকে মিলিত হন।  

বৈঠকে ইয়াং চিয়ে ছি বলেন, চীন ও দক্ষিণ কোরিয়া পরস্পরের প্রতিবেশী ও সহযোগিতামূলক অংশীদার। কূটনৈতিক সম্পর্ক স্থাপনের পর দু’দেশের সম্পর্ক সার্বিকভাবে দ্রুত উন্নত হয়েছে, যা দু’পক্ষের অভিন্ন স্বার্থের সঙ্গে সঙ্গতিপূর্ণ। চীন দক্ষিণ কোরিয়ার সাথে উচ্চ পর্যায়ের আদান-প্রদান জোরদার করতে, দু’পক্ষের বাস্তব সহযোগিতা গভীরতর করতে, যৌথভাবে আরও স্থিতিশীল কৌশলগত সহযোগিতামূলক অংশীদারিত্বের সম্পর্ক গড়ে তুলতে আগ্রহী।

তিনি আরও বলেন, বিশ্বের অবাধ বাণিজ্য-ব্যবস্থার দৃঢ় সমর্থক হিসেবে দু’পক্ষের উচিত, পরস্পরের প্রাধান্য কাজে লাগিয়ে, বৈশ্বিক শিল্পের সরবরাহ-চেইনের স্থিতিশীলতা নিশ্চিত করা এবং আঞ্চলিক সহযোগিতা, বহুপক্ষীয় কাঠামো ও বৈশ্বিক ইস্যুতে আদান-প্রদান জোরদার করা। কোরীয় উপদ্বীপের শান্তি ও স্থিতিশীলতার সংরক্ষণ এবং এতদঞ্চলের টেকসই শান্তির জন্য গঠনমূলক ভুমিকা পালন করতে বেইজিং ইচ্ছুক বলেও তিনি উল্লেখ করেন ।

এসময় সিপিসি’র শততম প্রতিষ্ঠাবার্ষিকী ও ঊনবিংশ কেন্দ্রীয় কমিটির ষষ্ঠ পূর্ণাঙ্গ অধিবেশনের সফল আয়োজনকে অভিনন্দিত করে স্যু সুন বলেন, দক্ষিণ কোরিয়া চীনের সাথে সম্পর্কের ওপর গুরুত্ব দেয়। দেশটি বিভিন্ন খাতে চীনের সঙ্গে সহযোগিতা গভীরতর করতে এবং কোরীয় উপদ্বীপের শান্তির জন্য যৌথ প্রচেষ্টা চালিয়ে যেতে ইচ্ছুক। এসময় তিনি আঞ্চলিক সহযোগিতা জোরদার ও বহুপক্ষবাদ সংরক্ষণ করার ওপরও গুরুত্বারোপ করেন। (সুবর্ণা/আলিম/শুয়ে ফেই ফেই)