‘অলিম্পিক চলাকালে যুদ্ধ-বিগ্রহ বন্ধ রাখার প্রস্তাব জাতিসংঘে গৃহীত’
2021-12-03 19:24:33

 

ডিসেম্বর ৩: আসন্ন বেইজিং শীতকালীন অলিম্পিক গেমস চলাকালে বিশ্বব্যাপী সকল ধরনের যুদ্ধ-বিগ্রহ বন্ধ রাখার আহ্বানসম্বলিত একটি প্রস্তাব গতকাল (বৃহস্পতিবার) জাতিসংঘ সাধারণ পরিষদে সর্বসম্মতিক্রমে গৃহীত হয়। চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র চাও লি চিয়ান আজ (শুক্রবার) বেইজিংয়ে এক নিয়মিত সাংবাদিক সম্মেলনে এ তথ্য জানান।

তিনি জানান, চীন ও আন্তর্জাতিক অলিম্পিক কমিটি প্রস্তাবের খসড়া প্রণয়ন করে এবং জাতিসংঘ সাধারণ পরিষদের ১৭৩টি সদস্যরাষ্ট্র প্রস্তাবটি উত্থাপন করে।

    তিনি আরও বলেন, আসন্ন বেইজিং শীতকালীন অলিম্পিক গেমসের উদ্বোধনের আগের ৭ দিন থেকে বেইজিং শীতকালীন প্যারালিম্পিক গেমস শেষ হওয়ার পরের ৭ দিন পর্যন্ত যুদ্ধবিরতি পালন করতে যুদ্ধ-বিগ্রহে লিপ্ত বিশ্বের সকল পক্ষের প্রতি আহ্বান জানানো হয় প্রস্তাবে। এতে বিশ্বজুড়ে মহামারী মোকাবিলায় খেলাধুলার ভূমিকার ওপরও গুরুত্বারোপ করা হয়।

(ওয়াং হাইমান/আলিম/ছাই)