‘চীন-ল্যাটিন আমেরিকা মিডিয়া অ্যাকশন’ প্রকাশিত
2021-12-03 14:55:06

ডিসেম্বর ৩: চায়না-সিইএলএসি ফোরাম (সিসিএফ)-এর তৃতীয় মন্ত্রী পর্যায়ের সম্মেলন উপলক্ষ্যে গতকাল (বৃহস্পতিবার) সিএমজি’র সিজিটিএন এবং ল্যাটিন-আমেরিকা অঞ্চলের ৩০টিরও বেশি প্রধান তথ্যমাধ্যম ‘চীন-ল্যাটিন আমেরিকা মিডিয়া অ্যাকশন’ প্রকাশ করে। এর আওতায় দু’পক্ষের তথ্যমাধ্যমগুলো ক্লাউড ফোরাম, চলচ্চিত্র ও টেলিভিশন অনুষ্ঠান প্রচার, যুব টক শো অনুষ্ঠানসহ বিভিন্ন পদ্ধতিতে ইন্টারমিডিয়া সার্বিক সহযোগিতা গভীরতর করবে।

সিএমজি’র মহা-পরিচালক শেন হাইসিয়াং এ উপলক্ষ্যে দেওয়া এক ভাষণে বলেন, বহু বছর ধরে সিএমজি চীন-ল্যাটিন আমেরিকা ইন্টারমিডিয়া যোগাযোগ ত্বরান্বিত করার পাশাপাশি দু’পক্ষের জনগণের মধ্যে উপলব্ধি ও পারস্পরিক শিক্ষা সুসংহত করে আসছে। সিএমজি দৃঢ়ভাবে মিডিয়া খাতে চীন-ল্যাটিন আমেরিকা সম্পর্কের অধিকতর উন্নয়নের জন্য চেষ্টা চালাবে।

(প্রেমা/আলিম/শুয়েই)