বেইজিং শীতকালীন অলিম্পিককে প্রতিহত করার চেষ্টা বিফল হবে: চীনা প্রতিনিধি
2021-12-03 18:47:25

ডিসেম্বর ৩: কোনো কোনো দেশ আসন্ন বেইজিং শীতকালীন অলিম্পিক গেমসকে ‘রাজনৈতিকভাবে প্রতিহত করার’ প্রয়াস চালাচ্ছে, যা বিফল হবে।  গতকাল (বৃহস্পতিবার) জাতিসংঘে অলিম্পিকের সময় যুদ্ধ-বিগ্রহ থেকে বিরত থাকার আহ্বানসম্বলিত প্রস্তাব পাসের পর এক প্রেস ব্রিফিংয়ে এ কথা বলেন  চীনা প্রতিনিধি চাং চিউন।

চীনা প্রতিনিধি বলেন, বেইজিং শীতকালীন অলিম্পিক হলো বিশ্বের বিভিন্ন দেশের খেলোয়াড়দের এক মহাসম্মিলন। তারাই গেমসের মূল আকর্ষণ। গেমসের সফলতা-ব্যর্থতা বিশেষ কোনো দেশের কূটনীতিকদের উপস্থিতি-অনুপস্থিতির ওপর নির্ভর করে না।

তিনি আরও বলেন, এবারের আয়োজক-দেশ হিসেবে চীন সকল দেশকে অলিম্পিকে স্বাগত জানায়। কেউ যদি না-আসে, তাতে কিছু যায় আসে না। (ইয়াং/আলিম/ছাই)

বেইজিং শীতকালীন অলিম্পিককে প্রতিহত করার চেষ্টা বিফল হবে: চীনা প্রতিনিধি_fororder_1201-1