চীন-ব্রিটেন জলবায়ু পরিবর্তন ঝুঁকি মূল্যায়ন প্রকল্পের তৃতীয় পর্যায়ের ফল প্রকাশিত
2021-12-02 19:05:18

ডিসেম্বর ২: চীন-ব্রিটেন জলবায়ু পরিবর্তন ঝুঁকি মূল্যায়ন প্রকল্পের তৃতীয় পর্যায়ের গবেষণার ফল প্রকাশিত হয়েছে। চীন ও ব্রিটেনের কয়েকটি সংস্থা একযোগে গত মঙ্গলবার বেইজিং ও লন্ডনে যৌথভাবে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে এ খবর প্রকাশ করে।

চীনের পরিবেশ মন্ত্রণালয়ের জলবায়ু পরিবর্তন মোকাবিলা বিভাগের উপপ্রধান চিয়াং চাও লি প্রেস ব্রিফিংয়ে বলেন, দু’দেশ ঝুঁকি মূল্যায়ন প্রকল্পের তৃতীয় পর্যায়ে ২০১৯ সাল থেকে জ্বালানিব্যবস্থা, কার্বন নিঃসরণ কমানো, বৈশ্বিক জলবায়ু ঝুঁকি মূল্যায়ন, জলবায়ু পরিবতর্ন মোকবিলা, জীব-বৈচিত্র্য ইত্যাদি ক্ষেত্রে অনেক গবেষণা-প্রতিবেদন প্রকাশ করেছে।

ব্রিটেনের রয়্যাল ইনস্টিটিউট অফ ইন্টারন্যাশনাল স্টাডিজের পরিবেশ ও সমাজ বিভাগের উর্ধ্বতন গবেষক কুও চিয়াং ওয়েন বলেন, এ ঝুঁকি মূল্যায়ন প্রকল্পের বাস্তব গবেষণার ফলাফলের ভিত্তিতে চীনসহ সারা বিশ্বের নীতি নির্ধারকরা জলবায়ু পরিবর্তন মোকাবিলায় গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারেন। (ইয়াং/আলিম/ছাই)

চীন-ব্রিটেন জলবায়ু পরিবর্তন ঝুঁকি মূল্যায়ন প্রকল্পের তৃতীয় পর্যায়ের ফল প্রকাশিত_fororder_1202-1