‘চীনকে বোঝা’ শীর্ষক আন্তর্জাতিক সম্মেলনে সি চিন পিংয়ের বক্তৃতা
2021-12-02 20:09:01

‘চীনকে বোঝা’ শীর্ষক আন্তর্জাতিক সম্মেলনে সি চিন পিংয়ের বক্তৃতা_fororder_微信图片_20211202200842

ডিসেম্বর ২: চীনা প্রেসিডেন্ট সি চিন পিং আজ (বৃহস্পতিবার) বেইজিং থেকে, কুয়াংচৌতে আয়োজিত ‘চীনকে বোঝা’ শীর্ষক আন্তর্জাতিক সম্মেলনে, ভিডিও-লিঙ্কের মাধ্যমে বক্তৃতা করেছেন।

সি চিন পিং তাঁর বক্তৃতায় বলেন, বর্তমান বিশ্ব শতাব্দির সবচেয়ে বড় পরিবর্তনের মধ্য দিয়ে যাচ্ছে। এ অবস্থায় আমাদের মধ্যে যোগাযোগ ও সহযোগিতা বাড়ানোর কোনো বিকল্প নেই।

তিনি বলেন, চীনকে বুঝতে হলে প্রথমে চীনা কমিউনিস্ট পার্টি (সিপিসি)-কে বুঝতে হবে। গত এক শত বছরে সিপিসি চীনা জনগণকে নেতৃত্ব দিয়ে ঐতিহাসিক সাফল্য অর্জন করেছে। সিপিসি জনগণকে কেন্দ্র করে, জনগণকে সেবা দিয়ে আসছে। এতে চীনা জনগণের জীবনমান অনেক উন্নত হয়েছে।

তিনি আরও বলেন, সিপিসি শান্তিপূর্ণ উন্নয়নের পথে অবিচল থাকবে, বৈদেশিক উন্মুক্তকরণ বজায় রাখবে এবং মানবজাতির অভিন্ন লক্ষ্যের কমিউনিটি গড়ার চেষ্টা করে যাবে। সিপিসি বিশ্বের শান্তি ও উন্নয়নে অবদান রাখতে চায়। (ছাই/আলিম/ওয়াং হাইমান)