‘দ্বিরাষ্ট্র প্রস্তাব’ বাস্তবায়নে আন্তর্জাতিক সমাজের যৌথ প্রচেষ্টা দরকার: জাতিসংঘে চীনা প্রতিনিধি
2021-12-02 19:03:47

ডিসেম্বর ২: আন্তর্জাতিক সমাজের উচিত ফিলিস্তিন সমস্যা সমাধানে ‘দ্বিরাষ্ট্র প্রস্তাব’ বাস্তবায়নে যৌথ প্রচেষ্টা চালানো। জাতিসংঘে চীনের স্থায়ী প্রতিনিধি চাং চিউন গতকাল (বুধবার) ফিলিস্তিন সমস্যা ও মধ্যপ্রাচ্য বিষয়ক এক সভায় এ কথা বলেন।

তিনি বলেন, চীন সার্বিকভাবে ‘দ্বিরাষ্ট্র প্রস্তাব’ সমর্থন করে। ইতিহাস ও বাস্তবতা থেকে প্রমাণিত যে, ‘দ্বিরাষ্ট্র প্রস্তাব’ হলো ফিলিস্তিন সমস্যা সমাধানের একমাত্র পদ্ধতি। ফিলিস্তিন জাতীয় ক্ষমতা সংস্থার নিরাপত্তা ও আর্থিক সক্ষমতা বাড়ানোর ওপরও তিনি গুরুত্বারোপ করেন।

তিনি বলেন, স্বশাসন ও দখলকৃত ভূমিতে সুশাসন প্রতিষ্ঠার জন্য ফিলিস্তিন সরকারের হাতকে শক্তিশালী করা দরকার। ফিলিস্তিনের বিভিন্ন পক্ষকে রাজনৈতিক সংলাপের মাধ্যমে অভ্যন্তরীণ বিরোধ মেটানোর আহ্বানও জানায় চীন।

তিনি আরও বলেন, বর্তমানে ফিলিস্তিন-ইসরাইল সম্পর্ক ভালো নয়। তবে, ফিলিস্তিনের অর্থনৈতিক ও মানবিক পরিস্থিতি উন্নয়নে চীনের সমর্থন অব্যাহত থাকবে। (ইয়াং/আলিম/ছাই)

‘দ্বিরাষ্ট্র প্রস্তাব’ বাস্তবায়নে আন্তর্জাতিক সমাজের যৌথ প্রচেষ্টা দরকার: জাতিসংঘে চীনা প্রতিনিধি_fororder_1201-1