‘গণতন্ত্র সম্মেলন’ বিভাজন ও বৈরিতাকে উস্কে দিচ্ছে: চীনা মুখপাত্রের অভিযোগ
2021-12-02 13:56:06

ডিসেম্বর ২: যুক্তরাষ্ট্রের তথাকথিত ‘গণতন্ত্র সম্মেলন’ আসলে প্রকাশ্যে বিভাজন ও বৈরিতাকে উস্কে দিচ্ছে। এ সম্মেলন ওয়াশিংটনকে গণতন্ত্রের পূণ্যভূমিতে পরিণত করবে না, বরং বিশ্বের সামনে ‘গণতান্ত্রিক ষড়যন্ত্রকারী ও নাশকতাকারী’ হিসাবেই নতুন করে পরিচিত করাবে। গতকাল (বুধবার) বেইজিংয়ে এক নিয়মিত প্রেস ব্রিফিংয়ে চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ওয়াং ওয়েন পিন এ কথা বলেন।

মুখপাত্র বলেন, সম্প্রতি রাশিয়াসহ বিশ্বের অনেক দেশ যুক্তরাষ্ট্রের তথাকথিত ‘গণতন্ত্র সম্মেলন’-এর বিরোধিতা করেছে; প্রকাশ করেছে তীব্র অসন্তোষ।

তিনি আরও বলেন, একদিকে যুক্তরাষ্ট্র নিজের মানদণ্ড অনুযায়ী বিশ্বের অর্ধেক দেশ ও অঞ্চলকে মার্কিন স্টাইলের গণতান্ত্রিক শিবিরে অন্তর্ভুক্ত করার চেষ্টা করছে; অন্যদিকে বাকী দেশগুলোকে ‘অগণতান্ত্রিক দেশ’ হিসাবে আখ্যায়িত করছে। এতে বিশ্বব্যাপী বিচ্ছিন্নতা ও বৈরিতাই কেবল সৃষ্টি হচ্ছে। এ কর্মকাণ্ড আন্তর্জাতিক শান্তি ও স্থিতিশীলতার প্রতি হুমকিমস্বরূপ।  (লিলি/আলিম/শুয়ে)