‘থিয়ান কুং ক্লাসরুম’-এর প্রথম মহাকাশ শিক্ষা কার্যক্রম চালু হতে যাচ্ছে
2021-12-02 17:40:28

 

ডিসেম্বর ২: চীনের মহাকাশকেন্দ্র থেকে প্রথম মহাকাশ বিজ্ঞান শিক্ষার আসর ‘থিয়ান কুং ক্লাসরুম’ আনুষ্ঠানিকভাবে চালু হতে যাচ্ছে। এ শিক্ষা কার্যক্রম অদূর ভবিষ্যতে গোটা বিশ্বে সরাসরি সম্প্রচার করা হবে। চীনের মনুষ্যবাহী মহাকাশযান প্রকৌশল কার্যালয় আজ (বৃহস্পতিবার) এ তথ্য জানায়।

২০১৩ সালের ২০ জুন,  মহাকাশচারী ওয়াং ইয়া পিং, নি হাইশেং ও চাং সিয়াওকুয়াং-এর সহায়তায় প্রথম মহাকাশ থেকে শিক্ষা কার্যক্রম পরিচালনা করেছিলেন। সারা দেশের ৬০ মিলিয়নেরও বেশি প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা বক্তৃতাটি সরাসরি দেখেছিল।

বর্তমানে চীনের মহাকাশকেন্দ্রে একজন নারীসহ তিন জন নভোচারী রয়েছেন। তাঁরা সেখান থেকে শিক্ষা কার্যক্রম পরিচালনা করবেন। (ওয়াং হাইমান/আলিম/ছাই)