সংস্কার ও উন্মুক্তকরণ হলো চীনের দ্রুত উন্নয়নের একটি কারণ: চীনা বিশেষজ্ঞ
2021-12-02 20:12:57

সংস্কার ও উন্মুক্তকরণ হলো চীনের দ্রুত উন্নয়নের একটি কারণ: চীনা বিশেষজ্ঞ_fororder_du

ডিসেম্বর ২: 'বিশ্বের শত বছরের পরিবর্তন এবং চীন ও চীনা কমিউনিস্ট পার্টি' প্রতিপাদ্যকে সামনে রেখে ‘চীনকে বোঝা’ শীর্ষক আন্তর্জাতিক সম্মেলন কুয়াংচৌওতে শুরু হয়েছে পয়লা ডিসেম্বর; চলবে ৪ ডিসেম্বর পর্যন্ত।

সম্মেলনে অংশগ্রহণকারী শেনচেন শহরের হুয়াছিন শহর রূপান্তর গবেষণা একাডেমির পরিচালক হ্যে ছিয়ান মিং গতকাল (বুধবার) বলেন, সংস্কার ও উন্মুক্তকরণ হলো চীনের দ্রুত উন্নয়নের একটি কারণ।

তিনি বলেন, বর্তমান বিশ্বের অর্থনৈতিক কাঠামো অনেক পরিবর্তন হয়েছে। চীনের অর্থনৈতিক কাঠামো ও রূপেও অনেক পরিবর্তন এসেছে। কৃত্রিম বুদ্ধি, ডিজিটাল অর্থনীতিসহ বিভিন্ন নতুন শিল্প আন্তর্জাতিক ব্যবস্থায় অন্তর্ভুক্ত হয়েছে।

তিনি আরও বলেন, চীনের কুয়াংতং-হংকং-ম্যাকাও উপসাগরীয় অঞ্চল হবে এ ধরনের বৃহত্তম অঞ্চল। আগামী ৩০ বছরে এ উপসাগরীয় অঞ্চল আন্তর্জাতিক পর্যায়ের উপসাগরীয় অঞ্চলে পরিণত হবে। অর্থনীতি উন্নয়নের পাশাপাশি অঞ্চলটির শিক্ষা, চিকিত্সা ও শহুরে জনসেবার মানও অনেক উন্নত হবে। (ছাই/আলিম/ওয়াং হাইমান)