‘চীনে কোভিডের ওমিক্রন ভ্যারিয়েন্ট নিয়ে গবেষণা চলছে’
2021-12-02 17:50:03

 

ডিসেম্বর ২: চীনের রাষ্ট্রীয় পরিষদের যৌথ প্রতিরোধ ও নিয়ন্ত্রণ ব্যবস্থার টিকা গবেষণা গ্রুপের প্রধান চেং চুংওয়েই আজ (বৃহস্পতিবার) চায়না মিডিয়া গ্রুপ (সিএমজি)-কে দেওয়া এক সাক্ষাত্কারে বলেছেন, চীনে কোভিডের নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রন নিয়ে গবেষণার কাজ দ্রুত এগিয়ে চলেছে।

তিনি বলেন, ওমিক্রন সম্পর্কে আমরা জানার চেষ্টা করছি। তবে, এটা মোটামুটি স্পষ্ট যে, এর সংক্রমণ-ক্ষমতা আগের ডেল্টা ভ্যারিয়েন্টের তুলনায় বেশি। আবার এই ভ্যারিয়েন্ট প্রচলিত ভ্যাকসিনকে অকার্যকর করতে পারে কি না, সেটাও এখন পর্যন্ত নিশ্চিত করে বলা যাচ্ছে না। আমরা বিশ্বাস করি যে, বিদ্যমান বেশিরভাগ ভ্যাকসিন এখনও কার্যকর। (ওয়াং হাইমান/আলিম/ছাই)