অস্ট্রেলিয়া ইস্যুতে সঠিকের সাথে বেঠিককে গুলিয়ে না-ফেলতে মার্কিন কর্মকর্তাদের তাগিদ দিল চীন
2021-12-02 13:56:48

ডিসেম্বর ২: অস্ট্রেলিয়া ইস্যুতে সঠিকের সাথে বেঠিককে গুলিয়ে না-ফেলতে মার্কিন কর্মকর্তাদের প্রতি আহ্বান জানিয়েছে চীন। মার্কিন হোয়াইট হাউসের কর্মকর্তা কার্ট ক্যাম্পবেলের সাম্প্রতিক এক অভিযোগের জবাবে গতকাল (বুধবার) বেইজিংয়ে এক নিয়মিত প্রেস ব্রিফিংয়ে এ আহ্বান জানান চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ওয়াং ওয়েন পিন।

চীন অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ‘অর্থনৈতিক যুদ্ধ’ শুরুর চেষ্টা করছে মর্মে উক্ত মার্কিন কর্মকর্তার অভিযোগের জবাবে মুখপাত্র ওয়াং আরও বলেন, সাম্প্রতিককালে অস্ট্রেলিয়ার কোনো কোনো রাজনীতিক চীনের বিরুদ্ধে ভিত্তিহীন অভিযোগ করে আসছে ও উত্তেজনা সৃষ্টির অপচেষ্টা চালাচ্ছে। অথচ চীন নিজের আইন ও সংবিধান এবং বিশ্ব বাণিজ্য সংস্থার নিয়মের আওতার মধ্যেই বিদেশ থেকে আমদানিকৃত পণ্যসংশ্লিষ্ট ব্যবস্থা নিয়েছে, যা পুরোপুরি যুক্তিসঙ্গত।

মুখপাত্র বলেন, অস্ট্রেলিয়ার সরকারই বরং বাজারের নিয়ম ও চীন-অস্ট্রেলিয়া অবাধ বাণিজ্য চুক্তির চেতনা লঙ্ঘন করে একাধিক ব্যবস্থা গ্রহণ করেছে এবং জাতীয় নিরাপত্তার অজুহাতে সেদেশে চীনা শিল্পপ্রতিষ্ঠানগুলোর ওপর নানান বিধিনিষেধ চাপিয়ে দিয়েছে। চীনের অভ্যন্তরীণ ব্যাপারেও প্রত্যক্ষ বা পরোক্ষভাবে হস্তক্ষেপ করছে অস্ট্রেলিয়া। (লিলি/আলিম/শুয়ে)