রাষ্ট্রদূতকে ডেকে জাপানের সাবেক প্রধানমন্ত্রীর বক্তব্যের প্রতিবাদ জানাল চীন
2021-12-02 14:13:11

ডিসেম্বর ২: চীনের বিরুদ্ধে জাপানের সাবেক প্রধানমন্ত্রী শিনজো আবের নেতিবাচক বক্তব্যের আনুষ্ঠানিক প্রতিবাদ জানাতে  গতকাল (বুধবার) সন্ধ্যায় বেইজিংয়ে জাপানি রাষ্ট্রদূত তারুমি হিদেও’কে চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ে ডেকে পাঠানো হয়। এ সময় তাঁর কাছে বেইজিংয়ের কঠোর মনোভঙ্গি তুলে ধরেন চীনের সহকারী পররাষ্ট্রমন্ত্রী হুয়া ছুন ইং।

হুয়া ছুন ইং বলেন, তাইওয়ান ইস্যুতে শিনজো আবের বক্তব্য চীনের অভ্যন্তরীণ ব্যাপারে সরাসরি হস্তক্ষেপ ও চীনের সার্বভৌমত্বকে চ্যালেঞ্জ করার সামিল। তাঁর কথায় ‘স্বাধীন তাইওয়ান’ ধারণাকেই সমর্থন করা হয়েছে, যা গুরুতরভাবে আন্তর্জাতিক সম্পর্কের মৌলিক বিধি ও চীন-জাপান চারটি রাজনৈতিক দলিলের লঙ্ঘন। চীন জাপানকে গভীরভাবে ইতিহাসের আলোকে আত্মসমালোচনা করতে এবং ইতিহাসের অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে ভুল পথে চলা থেকে বিরত থাকতে তাগিদ দেয়। (প্রেমা/আলিম/শুয়েই)